ক্রিকেট বিশ্বকাপ:- নিউজিল্যান্ড বনাম নেদারল্যান্ডের ম্যাচ।

in আমার বাংলা ব্লগ2 years ago
আমি @tuhin002, আমি আমার বাংলা ব্লগের সকল সদস্যগনকে আমার পক্ষ থেকে জানায় সালাম," আসসালামু আলাইকুম" সবাই কেমন আছেন ? আশা করি, মহান আল্লাহর অশেষ রহমতে অনেক ভালো আছেন। আমি ও আপনাদের দোয়ায় এবং মহান আল্লাহুর অশেষ রহমতে ভাল আছি। আজকে আমি খেলাধুলা বিষয় সম্পর্কে আপনাদের সামনে একটি পোস্ট শেয়ার করতে যাচ্ছি।


ম্যাচের কিছু খেলার কভার ফটো

IMG_20231011_082102.jpg

ম্যাচের খেলার টস

IMG_20231011_084029.jpg

নিউজিল্যান্ড এবং নেদারল্যান্ডের এই ম্যাচে নেদারল্যান্ডস টসে জিতে নিউজিল্যান্ডের ব্যাট করার জন্য আমন্ত্রণ করে।

খেলার রিভিউ


নিউজিল্যান্ডের টিম লাইন আপ


IMG_20231011_083826.jpg


নেদারল্যান্ডের টিম লাইন আপ

IMG_20231011_083931.jpg


প্রথম ইনিংস

IMG_20231011_081223.jpg

বরাবরের মতো নিউজিল্যান্ড দলে প্রথমে ব্যাট করতে আসে ডেবিট কর্নওয়ে এবং ইয়াং। নিউজিল্যান্ড বরাবরই ভারতের মাটিতে খুবই ভালো খেলেন। আমার মনে হয় এবার নিউজিল্যান্ড ভারতের মাটিতে বিশ্বকাপ পেতে পারে এমন সম্ভাবনা খুব বেশি। তারপরও ক্রিকেট খেলা অনিশ্চয়তের খেলা কখন কি হবে সেটা বল অনেক কঠিন।


IMG_20231011_081302.jpg

নিউজিল্যান্ড প্রথমদিকে খুবই দারুণ ব্যাট করেছেন। বিশেষ করে ডেবিট কর্ন হয়ে খুবই ফর্মে রয়েছেন। ক্রিকেট খেলা ওপেনিং জুটিটা গুরুত্বপূর্ণ। প্রথম স্যারের ব্যাটিংরা যদি ভালো কিছু করে যায়, তাহলে সেখানে বড় স্কোর করা সম্ভবনা রয়েছে। নিউজিল্যান্ডের এটা দিয়ে দ্বিতীয় ম্যাচ। তারা প্রথমের দিকে ভালো একটা দলের জন্য ভিত তৈরি করে যাচ্ছে। এই ম্যাচেও তারা বেশ ভালো একটা রানের দিকে এগোচ্ছে।


IMG_20231011_081341.jpg

যদিও নিউজিল্যান্ডের প্রথমে সূচনা টা খুবই ভালো ছিল। কিন্তু মিডিল ওর্ডারে ব্যাটসম্যান গুলো ভালো করতে পারে নাই। মিডিল অর্ডার ব্যাটিং একটা টিমের জন্য খুবই গুরুত্বপূর্ণ অংশ। এই সময় খেলার অবস্থা দেখে মনে হয়েছিল তাদের ৩০০ রান পূর্ণ হবে না। খুব দ্রুত কিছু উইকেট পড়ে যাওয়ার ফলে নিউজিল্যান্ড একটু ব্যাকফুটে পড়ে যায়। আর নেদারল্যান্ডের ও প্রশংসা করতে হয় তারা বোলিং লাইনটা খুবই ভালো। তারা লাইন এবং লেন্থ অনুযায়ী বল করা ফলে তাদের বল খেলাটা একটু কঠিন হয়ে যাচ্ছে।


IMG_20231011_081502.jpg

যদিও এই ম্যাচে মিডিল অর্ডার ব্যাটসম্যানরা তেমন সুবিধা করতে পারেনি। কিন্তু লো অর্ডার ব্যাটিংরা এসে বেশ কিছু মার মুখি ভূমিকায় খেলে অনেক গুলো রান তুলে নেয়। মিসেল সেন্টার খুবই গুরুত্বপূর্ণ এক ইনিংস খেলে তার১৭ বলে ৩৬ রানে নিউজিল্যান্ডের শেষ পর্যন্ত ৩২২ রান করতে সক্ষম হয়। যদিও এই রান করতে নিউজিল্যান্ডের সাত উইকেট হারাতে হয়। তবে বলতেই হয় নেদারল্যান্ডের জন্য এই রান বিশাল পাহাড়।


দ্বিতীয় ইনিংস

IMG_20231011_081709.jpg

নেদারল্যান্ড টিম যথেষ্ট ব্যালেন্স টিম। এদের মধ্যে কিছু ব্যাটিং আছে যারা যে কোন সময় কিছু করে বসতে পারে। গত বিশ্বকাপে ইংল্যান্ডের বিরুদ্ধে ঠিক এমন একটা খেলে ছিল এই দল। নিউজিল্যান্ডের দেয়া ৩২৩ রানের টার্গেটে লক্ষ্যে মাঠে নামবে নেদারল্যান্ডে দুই ওপেনার। শেষ পর্যন্ত নেদারল্যান্ড কতটা কি করতে পারে সেটা এখন দেখার বিষয়।


IMG_20231011_081745.jpg

আমরা বরাবরই জানি নিউজিল্যান্ডের বোলিং লাইন খুবই শক্তিশালী। নেদারল্যান্ড ওপেনিং শুরুটা খুব একটা ভালো করতে পারেনি। অল্প রানের মধ্যে তিনটি উইকেট হারিয়ে ফেলেন তারা। এত বিশাল রানের টার্গেটে প্রথমের দিকে উইকেট হারিয়ে ফেলা মানে পরাজয়ের অনেকটাই এগিয়ে যাওয়া। তাদের দলের একরেম্যান ছাড়া আর তেমন কেউ ব্যাটিংয়ে দাঁড়ানোর মতো ছিল না। তারপরও তাদের লক্ষ্যে পৌঁছানোর জন্য তারা ব্যাট করে যাচ্ছে।


IMG_20231011_081805.jpg

নিউজিল্যান্ডের বিপক্ষে ব্যাটে নেবে নেদারল্যান্ড দুইশত রানের পৌঁছানোর আগে ৭ উইকেট হারিয়ে ফেলে। আর এতে নেদারল্যান্ডে হার অনেকটা নিশ্চিত হয়ে যায়। নিউজিল্যান্ডে বোলিং এর তোপে তারা কোনোভাবে এসে দাঁড়াতে পারছে না। যদিও ভারতের পিচ গুলো সবই ব্যাটিং পিচ। এখানে যারা ভালো কল করতে পারবে তারাই জয়লাভ করবে।


IMG_20231011_084112.jpg

নেদারল্যান্ড শেষ পর্যন্ত ২২৩ সালে তাদের ইনিংস শেষ হয়ে যায়। আর এতে এই বিশ্বকাপে নিউজিল্যান্ড তাদের দ্বিতীয় ম্যাচে জয়লাভ করে। নিউজিল্যান্ডের ব্যাটিং ও বোলিং পারফরম্যান্স খুবই ভালো তাই আশা করা যায় এই বিশ্বকাপে তারা ভাল কিছু করবে।


পোস্ট বিবরণ

শ্রেণীস্পোর্টস
ডিভাইসpoco M2
স্ক্রিনশট সোর্সfox,A sports, art
লোকেশনমেহেরপুর


সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই প্রত্যাশায় নিয়ে শেষ করছি। আল্লাহ হাফেজ।

👨‍🦰আমার নিজের পরিচয়👨‍🦰


1666192548913_1666192548801_1666192548599_1666192548416_1666192548270_1666192548091_1666192547839_1666192547665_1666192022150.jpg

আমি আবুল বাশার খাইরুল আলম তুহিন। আমার জন্ম ১১ এপ্রিল ১৯৯৫ সালে। আমার বাসা মেহেরপুর জেলা,গাংনী থানা, জুগীর গোফা গ্রাম। আমি বিবাহিত। বর্তমানে আমার একটা পুত্র সন্তান আছে। আমি গ্রাজুয়েশন শেষ করেছি রাজশাহী নিউ গভমেন্ট ডিগ্রী কলেজ থেকে। আমার পক্ষ থেকে আপনাদের জানাই প্রাণঢালা শুভেচ্ছা ও অভিনন্দন। আমার মাতৃভাষা বাংলা। আমি বাংলা ব্লগে কাজ করতে অনেক ভালোবাসি। এই ব্লগে কাজ করার মাধ্যমে আলাদা প্রশান্তি পায়। আমি ছবি আঁকতে,গান গাইতে,কবিতা লিখতে অনেক পছন্দ করি। এছাড়া আমি বন্ধুদের সাথে আড্ডা দিতে খুব পছন্দ করি। আর আমি স্টিমেটে জয়েন করেছি (২৭ - ০৬ - ২০২২) সালে। সংক্ষিপ্ত আকারে আমার নিজের পরিচয় আপনাদের মাঝে শেয়ার করলাম। সবাই আমার জন্য দোয়া করবেন। আমার পক্ষ থেকে আপনাদের জন্য শুভকামনা রইলো।


Logo.png

(১০% প্রিয় লাজুক খ্যাঁক এর জন্য )


4gZTTLyoV1msFb1u1BdB14ZHSP5sNg8hbP9cbJyTmUqfzLdXDsNijBKWNGJn5ogmozSiA7cyReMsKwomyC79dv8nHgZj3RKbXhPtULzHviAUBY9Vc8ousmvcnNywqK...hMHPzmtXdqcE25kuBukgtAciNVXSHonSRqmAmfHf9YgyuYwwZo1Nd9dUCogeVvSsKh3MRCxw1Khi2NyeZh4Rt4J9n7wTsZvJ1tiUMafwrMjZ5AQz2ERchsjjJv.png

VOTE @bangla.witness as witness


witness_vote.png

OR

SET @rme as your proxy

witness_proxy_vote.png

3YjRMKgsieLsXiWgm2BURfogkWe5CerTXVyUc6H4gicdRPxFqYAEtmnwbJrshP4Tdaov4BmxkXJqLhx2USjht6Vy2soth7e34k1TKBQ2RZ2vXNJBF8X9uKH9aLNKFV...xU6W1ggWaLoBhkXz82k34bfNqfnFypapZe2oHzEHELJzLj6msr2RorLQSivfSXJaPiBZmUdQYzewFKsaGxDCyC6yRhEDYu8mNwzeEnkjmmjmpLrQEyQZKZnCTp.png

Posted using SteemPro Mobile

Sort:  
 2 years ago 
 2 years ago 

আসলে ভাই খেলা তেমন একটা দেখা হয় না। নিজের কাজ নিয়েই ব্যস্ত থাকতে হয়। এজন্য মাঝে মাঝে আপনাদের পোস্ট পড়ে কিছুটা হলেও খেলা দেখার সাধ মিটাই। ধন্যবাদ আমাদের মাঝে নিউজিল্যান্ড বনাম নেদারল্যান্ডের ম্যাচ পর্যালোচনা করে তুলে ধরার জন্য।

 2 years ago 

ভাই আমি আপনার পুরোটাই উল্টো খেলা না দেখলে আমার ভালই লাগে না। যত কাজ থাক দেখা লাগবে। সবকিছু মেন্টেন করেই খেলা দেখার চেষ্টা করে থাকি। ধন্যবাদ ভাই চমৎকার মন্তব্য করার জন্য।

 2 years ago 

বাহ! খেলা তো বেশ সুন্দর দেখলেন রিভিউ দিলেন অনেক ভালো লাগলো। তবে একটা দুঃখের বিষয় সেটা হচ্ছে খেলা দেখার সময় পাইনা। খুব ইচ্ছে করে খেলা দেখার জন্য। কিন্তু বাচ্চাদেরকে পড়াতে হয়। এছাড়াও অন্যান্য সাংসারিক কাজকর্ম থাকে তাই সময় পাইনা। আপনার খেলা দেখার রিভিউ অনেক ভালো লেগেছে ধন্যবাদ শেয়ার করার জন্য।

 2 years ago 

আপু আপনার মত আমারও সংসারে প্রচুর পরিমাণ কাজ। তারপরও আমি খেলা দেখি কারণ এটা আমার খুব ভালো লাগে। সময় এবং কাজকে উপেক্ষা করে খেলা দেখতে বসে পড়ি। ধন্যবাদ আপনাকে সুন্দর মন্তব্য করার জন্য।

 2 years ago 

ভেবেছিলাম নেদারল্যান্ড ঘুরে দাঁড়াতে পারবে কিন্তু তা আর হলো না। নিউজিল্যান্ড এর বোলারদের কাছে পরাস্থ হলো। তবে আপনি সুন্দর করে রিভিউ করেছেন খেলাটি

 2 years ago 

আমার মনে হচ্ছে নিউজিল্যান্ড এবার বিশ্বকাপ জিততে পারে। তারা ইন্ডিয়ার মাটিতে ভালো খেলা।

 2 years ago 

এবারের বিশ্বকাপে নিউজিল্যান্ড আসলেই অনেক সুন্দর খেলা উপহার দিচ্ছে আমাদেরকে। নিউজিল্যান্ডের দুইটা ম্যাচ দেখলাম এই বিশ্বকাপে খুবই ভালো খেলেছে তারা। আশা করা যায় তাদের কাছ থেকে আরো সুন্দর খেলা আমরা উপভোগ করতে পারব।