You are viewing a single comment's thread from:

RE: ঈদে মিলাদুন্নবী তথা ঈদে আজম সম্পর্কে কিছু কথা ও অনুভূতি ।

in আমার বাংলা ব্লগ2 years ago

পৃথিবীতে আজ যা কিছু সৃষ্টি হয়েছে এই সৃষ্টির পেছনে রয়েছে আমাদের নবী করীম হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এমনও কথা শুনেছি নবীকে সৃষ্টি না করলে এই পৃথিবী সৃষ্টি হতো না। বিশ্ব মানবতার হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাই সালাম জীবন জন্মগ্রহণ করেন সেদিন পৃথিবীর প্রত্যেকটা সৃষ্টি আনন্দের উল্লাসে মেতেছিল। আর শয়তান সেদিন হু হু করে কেঁদেছিল আর বলেছিল যে কি হলো আমাদের। আমাদের সব থেকে আনন্দের দিন এই ১২ই রবিউল আউয়াল। এই দিনের মানবতার শ্রেষ্ঠ মানব জন্মগ্রহণ করেন। আমার নবীর প্রতি রইলো আমার অন্তরে অন্তরস্থল থেকে ভালোবাসা।

Posted using SteemPro Mobile

Sort:  
 2 years ago 

আত্মার মূলের আগমন ঈদে আজম।
রেসালাত এলাহীর আগমন ঈদে আজম।
নাজাতের মূলের আগমন ঈদে আজম।
জান্নাতের মাওলার আগমন ঈদে আজম।
সত্য মানবতার আগমন ঈদে আজম।