আপনি মিলন মেলায় গিয়ে যেসব ফটোগ্রাফি গুলো করেছেন এই ফটোগ্রাফি আমার কাছে ভীষণ ভালো লেগেছে ভাই। এবার কথা হল আপনার বাড়ি থেকে চার থেকে পাঁচ মিনিটের দূরে হচ্ছে এই মিলন মেলা এবং এটি প্রতি বছরই হয়ে থাকে অথচ আপনি এর খোঁজ রাখেন না এটা পড়ার পরে আমি একটু হেসে দিয়েছিলাম। আর গিন্নি হলো আপনার আর আপনি কি বলছেন,
আর এদিকে তোমার গিন্নি,,😄😄। এই গিন্নি টা কার বৌদিকে কি বলে দেবো ভাই?
এই মিলন মেলা থেকে অনেক কেনাকাটাও করেছেন খাবারের জন্য। সব মিলিয়ে বৌদি এবং আপনি খুব সুন্দর সময় কাটিয়েছেন আপনাদের জন্য শুভকামনা রইলো ভাই।