You are viewing a single comment's thread from:
RE: জেনারেল রাইটিং :-মিথ্যার পক্ষে সবাই থাকে
পৃথিবীটা এখন মিথ্যা দিয়ে ঢাকা। যে যত বেশি মিথ্যা কথা বলতে পারে এখন বর্তমানে তার তত বেশি মূল্যায়ন করে। আর এই বিষয়টা প্রত্যেকটা জায়গায় একই রকম চলছে। আপনি যে চাচীর কথা বলছেন উনাকে নিয়ে এত কাজ করে দিত বিনিময়ে থাকে শুধু খাওয়া দিত। উনি যতদিন কাজ করে দিয়েছে এটা তো অনেক কিছু। কারণ বর্তমান সময়ে মানুষ টাকা ছাড়া কাজ করে না। আরিফের বউ ছিল একজন মিথ্যাবাদী এই জন্য চাচিকে কিছু না দেয়া সত্বেও সে সবাইকে বলে বেড়াতো আমি তাকে সবকিছুই দিয়ে থাকি। আর এ ধরনের মানুষের জন্য আজ সমাজ এত কলুষিত হচ্ছে।
জি ভাইয়া মানুষ সুযোগ পেলে সৎ ব্যবহার করে থাকে, ধন্যবাদ ভাইয়া গঠন মূলক মন্তব্য করে পাশে থাকার জন্য।