লাড্ডু খেতে আমি ভীষণ পছন্দ করি। বিশেষ করে নারিকেল এবং গুড় দিয়ে তৈরি লাড্ডু খেতে আমার বেশি ভালো লাগে। গাজরের তৈরি লাড্ডু কখনো সেভাবে খাওয়া হয়নি তবে আপনার তৈরি লাড্ডু দেখে খেতে ইচ্ছে করছে। লাড্ডু তৈরি ধাপ গুলো খুব সুন্দর করে আমাদের মাঝে আপনি তুলে ধরেছেন ধন্যবাদ আপনাকে শেয়ার করার জন্য।
গাজরের লাড্ডু অনেক মজা লাগে ভাইয়া একদিন খেয়ে দেখবেন। ধন্যবাদ আপনাকে।