ছোটকালে ঈদ আসলে আগে মনে হতো, নতুন কাপড় নিতে হবে। আব্বু বাজারে গেলে বলতাম আর কয়েক দিন বাকি আছে, নতুন জামা প্যান্ট জুতা কিনে দিতে হবে। তো সব মিলিয়ে ঈদের খুশির শেষ থাকত না। আপনার বাম পাশ দিয়ে একজন সাইকেল-আরোহী সাইকেল তুলে দেয় এবং মাথায় লাগে।ছোটবেলায় ২০ টাকা দিলে যেন আমার অনেক খুশি থাকতাম। এটাই ছিল আমাদের ছোটবেলার ঈদের আনন্দ।
একদম ঠিক বলেছেন ভাইয়া। অল্পতেই যেন খুশি ছিলাম। আপনাকে অসংখ্য ধন্যবাদ 😍