You are viewing a single comment's thread from:

RE: আমার অনুভূতির কবিতা-।।“দাম্পত্য জীবন”।।@amarbanglablog

in আমার বাংলা ব্লগ3 years ago

আপনি দাম্পত্য জীবন নিয়ে যে কবিতাটি লিখেছেন এই কবিতার সাথে আমি পরিপূর্ণভাবে একমত। আপনি ঠিকই বলেছেন সৃষ্টি লগ্ন থেকেই আল্লাহ মানবজাতির জোড়া নির্দিষ্ট করে রাখেন। নারী এবং পুরুষ উভয় দাম্পত্য জীবনের মধ্যে তাদের ভালোলাগা ভালোবাসা দুঃখ কষ্ট সবকিছু এক বন্ধন আবদ্ধ থাকে।

কোথাকার কোন ‘তুমি আর আমি’
আজ একই বৃত্তে এসে বসবাস করি
বিপদে-আপদে দুইজনে মিলেমিশে
খুঁজে পায় যেন স্বস্তির আশ্বাস।

কবিতা এই চরণটিতে খুবই মূল্যবান কিছু কথা লুকিয়ে আছে।যাকে চিনি না জানি না সেই একদিন আপনার জীবনের সব থেকে মূল্যবান সম্পদ হয়ে আসে।আপনার বিপদ-আপদ সবসময় সেই আপনার সঙ্গেই থাকে।সত্যি আপু বিধাতার এক কঠিন খেলা যা বোঝা বড় দায়।

Sort:  
 3 years ago 

ঠিক বলছেন সম্পূর্ণ দুজন মানুষের নতুন রূপে নতুন পরিবেশে একটি জীবন শুরু করার নাম দাম্পত্য জীবন।