নিজের মধ্যে আর আগের আমি কে খুঁজে পাই না


board-2433978_1920.jpg

Source

মাঝে মাঝে নিজের জন্য বড্ড মায়া হয়! নিজের মধ্যে আর আগের আমি কে খুঁজে পাই না। একটা সময় ছিল আমার মধ্যে রাগ বিষয়টা অনেক বেশি ছিল এবং এই রাগের জন্যই অনেক কিছু হারিয়েছি। আবার অনেক কিছু অ্যাচিভ করতেও পেয়েছি। কিন্তু দিন যত যাচ্ছে যত নিজের কাঁধে দায়িত্ববোধ আসছে ততই কেন জানি নিজের অস্তিত্বহীনতায় ভুগছি। সবকিছুই যেন মানিয়ে নিতে শিখেছি। আগে একটা সময় ছিল যখন কোন কিছুই মানিয়ে নিতাম না, আমার যেটা ভালো লাগতো শুধুমাত্র সেটাই করতাম। কিন্তু দিন যত পাল্টাচ্ছে এই চিন্তা ধারণ পরিবর্তন হচ্ছে।

তবে এই বিষয়টা যদি এমন পর্যায়ে চলে যায়, যে আপনার সেল্ফ রেসপেক্ট অর্থাৎ নিজস্ব আত্মসম্মানের ক্ষেত্রে আঘাত লাগে। সেক্ষেত্রে যদি আমরা চুপ থাকি তাহলে সেটা মোটেও ভালো কিছু বয়ে আনতে পারে না বলে আমি মনে করি। প্রত্যেকটা মানুষের নিজস্ব একটি সম্মান রয়েছে, নিজস্ব একটি স্থান রয়েছে। সেই স্থানে যদি কখনো কেউ হস্তক্ষেপ করে তাহলে সেটা মোটেও ভালো বিষয় নয়। হ্যাঁ, সময়ের সাথে সাথে নিজেকে পরিবর্তন করতে হবে, নিজের অনেক কিছুই মানিয়ে নিতে হবে এবং সেভাবে করেই আমাদের জীবন যাপন করতে হবে। কিন্তু তার মানে এই নয় আমরা নিজের আত্মসম্মান ভুলে সব কাজ করবে।

তবে এটা ঠিক আগের আমি এবং বর্তমান আমি মধ্যে অনেক বড় একটি পার্থক্য রয়েছে। হয়তো আমি আগের আমি কে আর কখনোই খুঁজে পাবো না। যেই আগের আমি ছোট ছোট বিষয় নিয়েই অনেক বড় ধরনের সিন ক্রিয়েট করতাম, আবার ভালো কিছু করার জন্য অনেক বেশি জেদ নিয়ে চলাচল করতাম। কিন্তু এখন সবকিছু মানিয়ে নিয়ে একদম শান্ত হয়ে গেছি মনে হচ্ছে। আমি নিজের অস্তিত্ব হারিয়ে ফেলেছি। যদিও এটা ভালো কিছু নয়, কিন্তু তারপরও কেন জানি এই ফিলিংসটা চলে আসে। আপনাদের ক্ষেত্রে কি এমনটা হয় তাহলে অবশ্যই মন্তব্যে জানাতে পারেন, ধন্যবাদ সকলকে।

ABB.gif

Sort:  

@un-stoppable, this post really resonated with me! It's so relatable to reflect on how we change over time, especially as responsibilities pile up. The struggle between adapting and maintaining self-respect is a balancing act many of us face. You've articulated this internal conflict beautifully.

It's powerful to acknowledge the shift from a fiery, passionate self to a more subdued one, even if it feels like a loss of identity. Thank you for sharing such a vulnerable and thought-provoking piece. It's sure to spark some great conversations in the comments. Keep sharing your unique perspective!

 8 hours ago 

বিভিন্ন প্রেক্ষাপট এবং পরিস্থিতির কারণে আমরা আমাদের নিজেদের হারিয়ে ফেলি। সময় আমাদের বিভিন্ন সময়ে বিভিন্ন রকম অবস্থানে নিয়ে যায়। সেই জায়গা থেকে আমাদের মানসিক বিকাশ ঘটে এবং আমরা পরিবর্তিত হই। যার ফলে অনেক কিছুর পার্থক্য করে বসি এবং নিজেদের জীবন থেকে অনেক কিছু হারিয়ে ফেলি।