জীবনটা অনেক ছোট


tree-8559418_1920.png

Source

আমাদের এই জীবনটা অনেক ছোট এই বিষয়টা আমরা বুঝে উঠতেই পারি না। বরঞ্চ আমরা সব সময় উঠে পড়ে লেগে থাকি, কোন মানুষটা কি করছে কার কোনটা দোষ রয়েছে কার কি ধরনের স্বভাব রয়েছে। এসব কিছুর মাঝেই কেন যেন কিছু কিছু মানুষ সব সময় করে থাকে কিন্তু এটা বুঝে উঠতে পারে না এসব বিষয়ে খুজে কিংবা এসব বিষয়ে সময় নষ্ট করে আসলেই কোন লাভ নেই। এই সময়টা যদি নিজের জন্য দেওয়া যায় তাহলে অনেকটা ভালো উপকৃত হয়।

জীবনটা অনেক ছোট, এখানে অন্যের অপরাধ, দোষ, ভুল মূখস্ত না করে। নিজেকে সময় দিন। আমরা মানুষ মাত্রই ভুল করব। এটা অনেক স্বাভাবিক। একটি বিষয় কারণ মানুষ ভুলের উর্ধ্বে নয়। সেসব ভুলগুলোকে আমরা অভারকাম করে সামনের দিকে এগিয়ে যাব এবং ভালো কিছু করার চেষ্টা করব এটাই প্রকৃত হতে হওয়া উচিত। আমাদের জীবনটা খুবই ছোট এই অল্প সময় যদি আমরা অন্যের দোষ ভুল এসব খুঁজেই যদি নষ্ট করে দেই তাহলে নিজের জীবনের জন্য আর কি রাখবো? আমরা বলেন এই সময়টা এতটাই অমূল্য সম্পদ যেটা হয়তো আমরা বর্তমানে বুঝে উঠতে পারছি না।

তাই আমাদের হাতে যতটুকু সময় আছে নিজেকে একটু সময় দিন. নিজেই নিজের পরিবারের খোঁজখবর নেওয়ার চেষ্টা করুন। নিজের পরিবার ভালো আছে কিনা সেটা দেখার চেষ্টা করুন নিজেকে সময় দেওয়ার চেষ্টা করুন। আপনার কোন কোন কাজ করতে ভালো লাগে আপনার কি করতে ভালো লাগে সেই কাজটা হয়তো দিনে একটু সময় হলেও করার চেষ্টা করুন। অন্ততপক্ষে আপনি সময়গুলোকে কাজে লাগাতে পারবেন। এই বিষয়গুলো আমরা অনেকেই বুঝে উঠতে পারি না।

ABB.gif