মানসিক শান্তি কি সত্যিই আসে?
আজকে আমি এসেছি আপনাদের সকলের সাথে একটি জেনারেল রাইটিং পোস্ট শেয়ার করতে। আমার লেখার মাধ্যমে আমার চিন্তা ভাবনা গুলো আপনাদের কাছে পৌঁছানোর লক্ষ্যে এই লেখাগুলো শেয়ার করা।
আশা করছি যে আপনারা আপনাদের মূল্যবান মন্তব্যের মাধ্যমেই আমার এই লেখাটি সৌন্দর্য বৃদ্ধি করবেন এবং আপনাদের মতামত ব্যক্ত করবেন। আমি যদি কোনো কিছু ভুল বলে থাকি। তাহলে অবশ্যই আমাকে শুধরে দিতে ভুলবেন না।
আমরা প্রতিটি মানুষ যেমন আলাদা, ঠিক একইভাবে আমাদের প্রতিটি চাহিদা ও আলাদা। তো আসলে চাহিদা ভেদে আমাদের প্রতিটি মানুষের প্রায়োরিটি লিস্ট আলাদা হয়। আর তার মধ্যে কোনো কিছু থাকুক না থাকুক। আমাদের কিন্তু মানসিক শান্তিটা দরকার হয়ই হয়। অর্থাৎ আমাদের প্রতিটা মানুষের চাহিদা ই হয় মানসিক শান্তি। আমরা যেখানে মানসিক শান্তি খুঁজে পাই। সেখানেই আমরা ছুটে যাই।কিন্তু দিন শেষে আসলে আমরা যেনো মানুষের শান্তি টাই খুঁজে পাই না।
কিন্তু মূল ব্যাপার হলো, আমরা যতোই আমাদের জীবনে মানসিক শান্তি খুঁজি না কেনো।সত্যি কথা বলতে আমরা সেভাবে সেই মানসিক শান্তিটা আর কোনো ভাবে খুঁজে পাই না। আমরা আমাদের জীবনের প্রতিটি মুহূর্ত, প্রতিটি সময়, জীবনের প্রতিটি ক্ষণ ইনভেস্ট করি শুধুমাত্র একটু মানসিক শান্তি পাওয়ার জন্য। যেনো একটু আমাদের মন ভালো থাকে। একটা ব্যাপার খেয়াল করে দেখবেন, একটা মানুষের যতোই ধন-সম্পত্তি থাকুক না কেনো।মানুষ অন্তত এটা চায় যে, সে যেনো জীবনের শেষ নিঃশ্বাস শান্তিতে ত্যাগ করতে পারে।
কিন্তু আমার কেনো যেনো মনে হয় কোনো মানুষই জীবনে সেভাবে আর শান্তিটুকু খুঁজে পায় না। যতোই আমরা যাই কিছু করি না কেনো। দিনশেষে আসলে আমরা সবকিছু পেলেও শান্তিটা আর পাইনা। আসলে একটা গল্প আমরা সকলেই পড়েছি যে কার জীবনের শান্তি রয়েছে কিংবা যে নিঝঞ্ঝার রয়েছে। তেমন মানুষ খুঁজতে গিয়ে দেখা যায় যে আসলেই সুখী ব্যক্তি। তার গায়ে একটা জামা পর্যন্ত নেই। অর্থাৎ আমরা এটা থেকে এটাই দেখতে পাই যে, ধন-সম্পত্তি কোনো কিছুই আসলে মেটার করে না। তাই আমার কাছে এটা মনে হয় যে, মানসিক শান্তিটা সত্যিই আসে না। অর্থাৎ আমরা সকলেই এটা খুঁজে খুঁজে পাগল হয়ে যাই।কিন্তু দিন শেষের কারোরই মানসিক শান্তি আসে না।
Wow, @un-stoppable, this is a truly thought-provoking post! The way you explore the elusive nature of mental peace ("মানসিক শান্তি") really resonates. It's something everyone seeks, regardless of their background or possessions. I appreciate how you've woven in the traditional story of the truly happy man with nothing, highlighting the contrast between material wealth and inner contentment.
Your writing style is engaging, and I especially liked the opening invitation for valuable feedback and correction. I think many readers can relate to the feeling that true peace is often just out of reach.
I encourage everyone to share their own perspectives on finding mental peace in the comments below. What brings you "মানসিক শান্তি," and do you agree with @un-stoppable's observations? Let's have a conversation!