যাকে ফিল করবেন তাকে বিয়ে করবেন
ভালোবাসা একটি মধুর সম্পর্ক। এই ভালোবাসা সম্পর্কটা বর্তমানে খুব বেশি একটা দেখতে পাওয়া যায় না। বর্তমান সমাজে আমরা যেসব বিষয়বস্তু দেখছি সেগুলো আসলে নোংরামি ছাড়া আর কিছুই না। প্রকৃত অর্থে যে ভালোবাসা রয়েছে সেখানে অশ্লীলতা বলতে কিছু নেই। শুধুমাত্র রয়েছে একে অপরের প্রতি আঘাত বিশ্বাস এবং ভালোবাসা। ভালোবাসা দিয়ে যে ব্যক্তি আপনার মন জয় করে নেবে তাকে বিয়ে করা উচিত বলে আমি ব্যক্তিগতভাবে মনে করি।
আগে যখন টেকনোলজি এত উন্নত ছিল না। তখন কিন্তু প্রকৃত ভালোবাসার কিছু নমুনা এবং উদাহরণ আমাদের চোখের সামনে মাঝে মধ্যেই আসতো। একে অপরের প্রতি এতটা বিশ্বাস এবং ভালোবাসা ছিল তারা একে অপরকে ছাড়া বাঁচার কথা কখনো কল্পনাও করতে পারেনি এবং একে অপরকে না পেয়ে মারা পর্যন্ত গিয়েছে। এরকম উদাহরণ আমরা আগে অনেক শুনেছি। কিন্তু বর্তমানে কিন্তু এই ধরনের কোন নিউজ আমাদের চোখের সামনে আসে না। কারণ আমাদের এই সমাজ পাল্টে গেছে একজনের সাথে ব্রেকআপ করে অন্যজনের সাথে নতুন সম্পর্কে জানাচ্ছেন, এগুলা আসলে ভালোবাসা নয় বরঞ্চ ভন্ডামি।
আপনি যাকে ভালবাসেন তার প্রতি আপনার একটি আলাদা টান থাকবে। তার প্রতি আপনার এক ধরনের ফিলিংস কাজ করবে। যেটা হয়তো পৃথিবীর আর কোন মেয়ের প্রতি আপনার কাজ করবে না। সেই বিষয়টি থেকেই বলছি আপনি যাকে ভালোবাসেন, যার কথা আপনার মনে সব সময় থাকে, যাকে আপনি ফিল করেন তাকেই বিয়ে করবেন সংসার করবেন। সমাজ যাই বলুন না কেন কোন একদিন গিয়ে তারা ঠিকই সবকিছু মেনে নেবে।
আর যদি পরিবারের চাপে কিংবা অন্য কোন বিষয়ের কারণে আপনি অন্য মানুষকে বিয়ে করেন আপনার ভালবাসার মানুষকে ছাড়া, তাহলে সবাই হয়তো ভালো থাকবে। কিন্তু দিনশেষে আপনি ভালো থাকতে পারবেন না। এটাই প্রকৃত অর্থে বাস্তবতা। যাইহোক আজকের মত এখানেই শেষ করছি আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ সবাইকে।
@un-stoppable, আপনার ভালোবাসার সংজ্ঞা এবং বর্তমান সমাজের প্রেক্ষাপটে এর পরিবর্তন নিয়ে লেখাটি খুবই প্রাসঙ্গিক এবং হৃদয়গ্রাহী! ভালোবাসার পবিত্রতা এবং বিশ্বাসের গুরুত্ব তুলে ধরেছেন আপনি, যা সত্যিই প্রশংসার যোগ্য।
আমি বিশেষভাবে মুগ্ধ হয়েছি আপনার সেই কথাগুলোয় যেখানে আপনি বলেছেন, "ভালোবাসা দিয়ে যে ব্যক্তি আপনার মন জয় করে নেবে তাকে বিয়ে করা উচিত"। আপনার এই সরল কিন্তু গভীর উপলব্ধি অনেককেই ভাবাবে এবং সঠিক সিদ্ধান্ত নিতে সাহায্য করবে।
আপনার লেখার ধরণ সাবলীল এবং আন্তরিক। আশা করি, আপনি ভালোবাসার এই সুন্দর বার্তা আরও অনেকের কাছে পৌঁছে দেবেন। আপনার ভবিষ্যৎ লেখার জন্য শুভকামনা রইলো! আপনার অন্যান্য পোস্টগুলোও দেখতে আগ্রহী থাকলাম।