নিজেকে ভালোবাসাই সবচেয়ে বড় সফলতা


daisy-3392654_1920.jpg

Source

সফলতার প্রকৃত অর্থ কি? এটা আমরা অনেকেই জানিনা। আমরা মনে করি টাকা পয়সা ধন দৌলত সম্পত্তি এসব কিছুই হয়তো আমাদের সফলতার চাবিকাঠি। তবে আমাদের সবথেকে বড় সফলতা কি জানেন? নিজের সুস্থ থাকা এবং নিজের পরিবারকে নিয়ে সুখে থাকা এবং সর্বোপরি নিজেকে ভালোবাসা। একটি কথা রয়েছে যে মানুষটা নিজেকে ভালবাসতে পারে না, সে কখনোই অন্য কাউকে ভালোবাসতে পারবে না।

আমি ব্যক্তিগতভাবে এমন অনেক মানুষকে চিনি যারা নিজের শারীরিক গঠন নিজেই পছন্দ করে না। তাদের নিজের চেহারা তাদের নিজের কাছেই ভালো লাগেনা। তাদের নিজের কন্ঠ ও তাদের নিজের কাছেই ভালো লাগে না। একটি মানুষ যখন নিজেকেই ভালোবাসতে পারে না, নিজের কাছেই নিজের ভালোলাগা গুলোকে উপস্থাপন করতে পারে না, তাহলে সেই মানুষটা কিভাবে অপর মানুষকে মন প্রাণ দিয়ে ভালোবাসবে? সেই বিষয়টা আমার বোধগম্য হয় না।

তাই আমি ব্যক্তিগতভাবে মনে করি নিজেকে ভালোবাসতে পারা পৃথিবীর সব থেকে বড় সফলতার মধ্যে একটি। টাকা পয়সা এসব কিছুই আমাদের জীবন জীবিকা নির্বাহের জন্য অনেক দরকারি একটি বিষয়। কিন্তু তারপরও সব থেকে গুরুত্বপূর্ণ বিষয় কি জানেন, নিজের কাছে নিজে ভালো থাকা, নিজেকে ভালোবাসার এবং নিজের পরিবারকে ভালো রাখা এই সব কিছুর মধ্যেই রয়েছে সফলতার সর্বোচ্চ চূড়া। আপনারা কি মনে করেন তা অবশ্যই মন্তব্যে জানাবেন ধন্যবাদ সকলকে।

ABB.gif