আসলেই ভাইয়া সময় অনেক দ্রুত চলে যায় ।সময়ের চাকা কখনো থেমে থাকে না । প্রিয় মানুষের চলে যাওয়াও দেখতে দেখতে বছর কেটে যায় । মনে হয় যেন এই তো সেদিন। আসলে এই রোড এক্সিডেন্ট টে মারা যাওয়াটা সত্যি মেনে নেওয়া যায় না। আপনার পরিবার যে অনেক মানসিক যন্ত্রণার মধ্য সময় কাটিয়েছে সেটা বুঝতে পারছি । তারপরেও সবকিছু ছাপিয়ে সামনে এগিয়ে যেতেই হবে । মন খারাপ না করে মৃত্যুবার্ষিকীতে সবাই পুরো পরিবার একসঙ্গে হয়ে আপনার ছোট মায়ের জন্য দোয়া প্রার্থনা করবেন এটাই কামনা করছি । ধন্যবাদ ।
হুম আপু ইচ্ছে আছে পুরো পরিবার নিয়ে যাওয়ার জন্য। ধন্যবাদ জানাই আপনাকে।