রোহিত-সূর্যের ব্যাটিং তান্ডবে হায়দ্রাবাদ টিম বিধ্বস্ত!

in আমার বাংলা ব্লগ3 months ago
হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। সবাইকে আন্তরিক শুভেচ্ছা জানিয়ে আজকের ব্লগটি শুরু করছি।

ChatGPT Image Apr 24, 2025, 02_29_33 AM.png

Image Created by OpenAI

আজকে আপনাদের সাথে খেলাধুলা বিষয়ে একটি পোস্ট শেয়ার করে নেবো। গতকাল আইপিএল ম্যাচে খেলা ছিল হায়দ্রাবাদ এবং মুম্বাই। এক পর্যায়ে প্রথম দিকের থেকে যদি তাদের উভয়ের রেজাল্ট দেখা যায়, তাহলে দুই টিমই ছিল লাস্ট পজিশনে। কোনো ম্যাচ জিততে পারছিলো না। তবে সেই জায়গা থেকে মুম্বাই দারুন ভাবে কামব্যাক করেছে, যাকে বলে ইম্প্রেসিভ কামব্যাক। পরপর টানা ম্যাচ জিতে গিয়েছে, যদিও এর পিছনে কূটনৈতিক প্ল্যান ছিল, এইগুলো সব টিমের মধ্যেই মোটামুটি থাকে, আসলে কে কোনভাবে কোন প্ল্যান নিয়ে তাড়া করবে, সেটা বোঝা যায় না। আর হায়দ্রাবাদ এর কথা বললে, তাদের আসলে খেলা এই বছর যেন শুকনো পাতার মতো ঝরে পড়েছে, একটা ম্যাচও জিততে পারছে না।

আজকে মুম্বাই তাদের যেভাবে ধরা দিয়েছিলো, তাদের রান করাই দুষ্কর হয়ে গিয়েছিলো। মুম্বাই টসে জিতে পরে ব্যাটিং করার সিদ্ধান্ত নিয়েছিল। এখানে যদিও অধিনায়কের দায়িত্ব পালন করছে হার্দিক, কিন্তু ভিতরে ভিতরে লিড করছে অন্যজন, আর সেটা কে হতে পারে, আপনারা অবশ্যই বুঝতে পারবেন। আসলে এই প্ল্যানে তারা সাকসেস পেয়েছে ১০০%, কারণ উঠে উঠে ম্যাচ জিতে যাওয়ার মধ্যে তো কোনো না কোনো রহস্য লুকিয়ে থাকেই। হায়দ্রাবাদ ব্যাটিং করতে নেমে প্রথম ৩ ওভারেই বিধ্বস্ত, তাও ভালো ভালো ব্যাটসম্যান। বোল্ট এই ম্যাচে ভালো বোলিং করেছে শুরু থেকেই। ভালো একটা চাপ সৃষ্টি করেছিল, পাওয়ার প্লে ওভারে রান তো লো ছিল। তারপর ক্লাসেন এসে ম্যাচটাকে হলেও বাঁচিয়ে তোলে।

তাও অনেকটা প্রেসারের মধ্যে রান করেছে। ১৬ ওভার পর্যন্ত রানের যা অবস্থা ছিল, তাতে সব মিলিয়ে ১২০ এইরকম হওয়ার একটা চান্স ছিল। যদিও এখানে মিডিল ওভারে একটু রান ভালো তুলেছিল। কিন্তু প্রথম আর লাস্ট মিলিয়ে ১২ ওভারে রান একদম তলানিতে ছিল। লাস্ট এর দিকে তো রান হচ্ছিলো না, কিন্তু ক্লাসেন আর অভিনব মিলিয়ে তাদের লাস্ট ৩ ওভারে ভালো একটা রান হওয়ায় ১৪৩ পর্যন্ত রানের গন্ডি পার হয়। তাই রান কম লাস্ট কয়েকটা ওভারে, তাহলে কতটা কম ছিল। তাদের ৩-৪ ওভার বাদে বাদে গিয়ে বাউন্ডারি হচ্ছিলো, মাঝে কখনো কখনো তো অনেক বল হয়ে যাওয়ার পরেও বাউন্ডারি হচ্ছিলো না, কিন্তু উইকেট ঠিক পড়ছিলো। মুম্বাই এই ম্যাচে বল এবং ফিল্ডিং বেশ ভালো করেছিল। মুম্বাই এই রান চেজ করতে নেমে দারুন ব্যাটিং শুরু করে প্রথম থেকে।

যদিও রোহিত শর্মা থাকা মানে শুরু থেকেই হিটিং শুরু। যদিও রিকেলটন ক্যাচ তুলে দিয়েছিলো, কিন্তু রোহিত এই কয়েকটা ম্যাচের মতো এই ম্যাচেও নিজের তালে মেরে গিয়েছে। বেশ ভালো একটা পারফরমাঞ্চ প্রতিটা ম্যাচে অর্থাৎ টানা যেকয়টা ম্যাচ জিতেছে। রোহিত শর্মার সাথে জ্যাক্সও বেশ ভালো খেলছিল। ভালো পার্টনারশীপ তৈরি করেছিল। মুম্বাই এর মূলত এই ম্যাচটাতে একটা বড়ো প্ল্যান ছিল অর্থাৎ নেট রান রেট বাড়ানোর। এমনিতেই টানা ৪ টি ম্যাচ জিতে গিয়েছে, আর এই ম্যাচে যদি দ্রুত ম্যাচটা বের করতে পারে, তাহলে নেট রান রেটে অনেক উপরে উঠে যাবে।

হিসেবে পরে সূর্যকুমার রোহিতের সাথে তাল মিলিয়ে বেশ ভালো খেলছিল, দ্রুত যাতে ম্যাচ জিতে বেরিয়ে যাওয়া যায়। উইকেটও তেমন পড়িনি আর ৫ ওভার আগেই ম্যাচ জিতে গিয়েছিলো। মুম্বাই এখন সেরা ৩ নম্বর পজিশনে অবস্থান করছে। এখনো যদিও ৫-৬ টা ম্যাচ বাকি আছে, সেখানে যদি আরো ভালো খেলতে পারে, তাহলে একটা ইম্প্রেসিভ ম্যাচ উইনিং টিম হবে,কারণ লাস্ট পজিশন থেকে প্রথম পজিশনে এর সারিতে উঠে আসা অনেক বড়ো জিত।


শুভেচ্ছান্তে, @winkles


Support @heroism Initiative by Delegating your Steem Power

250 SP500 SP1000 SP2000 SP5000 SP

Heroism_3rd.png



Sort:  

Upvoted! Thank you for supporting witness @jswit.

 3 months ago 

রোহিত শর্মার ব্যাটিং দেখার মজাই আলাদা। তাছাড়া সূর্য কুমার যাদবও এককথায় দুর্দান্ত ব্যাটিং করে। তবে এই ম্যাচে হায়দ্রাবাদ তাদের স্কোর বড় করতে পারেনি। এতে করে মুম্বাই সহজ জয় পেয়েছে। যাইহোক এই ম্যাচের রিভিউ আমাদের সাথে শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ দাদা।