এলোমেলো আলোকচিত্র ( পর্ব ৫১)
হ্যালো বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। সবাইকে আন্তরিক শুভেচ্ছা জানিয়ে আজকের ব্লগটি শুরু করছি। |
---|
![]() |
---|
Photo by @winkles
![]() |
---|
Photo by @winkles
![]() |
---|
Photo by @winkles
![]() |
---|
Photo by @winkles
আজকে আপনাদের সাথে কিছু এলোমেলো আলোকচিত্র শেয়ার করে নেবো। এই আলোকচিত্রগুলো তুলেছিলাম বেড়াবেড়িয়া থেকে অর্থাৎ ওই বর্তীর বিলের থেকে। তবে এই দৃশ্যগুলো তুলেছিলাম শীতের সময়ে অর্থাৎ নভেম্বরের মাঝামাঝি। কোনো এক বিকেলে বর্তীর বিলের দিকে ঘুরতে চলে গিয়েছিলাম, তবে সেখানে পৌঁছাতে পৌঁছাতে প্রায় সন্ধ্যা নামার পথে, আর শীতকালের বেলা বলে কথা। শীতকালে এমনিতেই ৪ টার পরে যেন সন্ধ্যা মতো হয়ে আসে। তো যাইহোক, তখন পরিবেশটা বেশ সুন্দর ছিল। গ্রাম্য পরিবেশ আর তারপরে বিলের মাঝখানের দিকে সবকিছু যেন একটা মনোরম মুহূর্ত। বেশ সুন্দর লাগে পরিবেশটা এখানে গেলে। আর তখন ফসল প্রায় অনেক জায়গায় উঠে গেছিলো, কিছু কিছু জায়গায় আবার মাঠের ভেতরে জলেও ভরে গিয়েছিলো। এখানে গেলে যেন একটা পার্ক পার্ক ফিল হয়।
![]() |
---|
Photo by @winkles
![]() |
---|
Photo by @winkles
![]() |
---|
Photo by @winkles
এই আলোকচিত্রগুলো খাবারের। এটি তুলেছিলাম একটি ফুড কোর্ট থেকে। একদিন ঘুরতে ঘুরতে মলের দিকে চলে গিয়েছিলাম আর মলের মধ্যে গেলে কোনোকিছু দেখলেই যেন কিনতে ইচ্ছা করে আর নাহলে ফুড কোর্টে যেতে ইচ্ছা করে হা হা। যদিও তেমন কিছু খাওয়ার ইচ্ছা ছিল না, তবে শীতের সন্ধ্যায় একটু নুডুলস খেতে ইচ্ছা হচ্ছিলো। তাই একটা নুডুলস আর কোল্ড্রিংকস অর্ডার করে দিয়েছিলাম। এখানে খাবারের মান ভালো হলেও আসলে কোয়ান্টিটি কম দেয়। নুডুলস এমনিতে আমার একটু প্রিয় আর সিজোয়ান নুডুলস খেতে বেশ ভালো লাগে। এই নুডুলসটা বেশ ঝাল ঝাল হয়ে থাকে। যাইহোক, মোটামুটি বেশ মজার ছিল নুডুলসটা।
![]() |
---|
Photo by @winkles
![]() |
---|
Photo by @winkles
![]() |
---|
Photo by @winkles
এই আলোকচিত্রগুলো তুলেছিলাম কালী পুজোর সময়ে। গত একটি পোস্টে যেখানের প্যান্ডেল শেয়ার করেছিলাম, সেখান থেকে কিছুটা দূরে এই প্যান্ডেলটি করেছিল। প্যান্ডেলটি দেখতে এক কথায় চমৎকার ছিল, সেটা আপনারা প্যান্ডেলের ডিজাইন দেখেই বুঝতে পারছেন। কি একটা যেন থিম করেছিল, মনে পড়ছে না। তবে কোনো একটা সভ্যতাকে কেন্দ্র করে এই বিষয়বস্তু তুলে ধরেছিলো। ডেকোরেশন মারাত্মক ছিল এদের। লাইটিং ইফেক্টও ছিল একদম পারফেক্ট। আসলে এই জায়গায় এতো ভালো পুজো হয়ে থাকে, জানতাম না। এই বছরেও এখানে ভিজিট করার ইচ্ছা আছে, যদি ওইদিকে যাওয়ার সুযোগ হয়ে ওঠে। কারণ এতো পুজো দেখে শেষ করা যায় না। এক মাঝরাতের দিকে যদি বেরোনো যায়, তাহলে দ্রুত দেখা যায়, কারণ তখন রাস্তা প্রায় ক্লিয়ার থাকে।
![]() |
---|
Photo by @winkles
![]() |
---|
Photo by @winkles
![]() |
---|
Photo by @winkles
![]() |
---|
Photo by @winkles
এই আলোকচিত্রগুলো তুলেছিলাম বাংলাদেশ থেকে। খুলনার দিকে যখন গিয়েছিলাম, তখন একটি বাড়ির ছাদের থেকে কিছু ভিউ ক্যাপচার করেছিলাম। ছাদের উপরের থেকে চারিদিকের ভিউগুলো দেখতে অনেক ভালো লাগে, চারিপাশের সৌন্দর্যটা মন কেড়ে নেয়। তবে খুলনায় থাকাকালীন তেমন এই জায়গাটায় গিয়ে ঘোরাঘুরি করতে পারিনি, কারণ তখন আবহাওয়া বড্ডো খারাপ ছিল। আকাশের নৈস্বর্গিক সৌন্দর্যটাও তখন বেশ ভালো ছিল, এইসব প্রাকৃতিক বিষয়গুলো দেখতে আবার বেশ ভালো লাগে ছাদের উপর থেকে।
শুভেচ্ছান্তে, @winkles
250 SP | 500 SP | 1000 SP | 2000 SP | 5000 SP |


Thank you for sharing on steem! I'm witness fuli, and I've given you a free upvote. If you'd like to support me, please consider voting at https://steemitwallet.com/~witnesses 🌟
Upvoted! Thank you for supporting witness @jswit.
নুডুলস গুলো সত্যি অনেক লোভনীয় লাগছে। মজার মজার খাবার খেতে সত্যি অনেক ভালো লাগে। আর সাথে কোলড্রিংস হলে তো একেবারে জমে যায়। দাদা আপনার শেয়ার করা দারুন দারুন ফটোগ্রাফি দেখে ভালো লাগলো।
প্রকৃতির ফটোগ্রাফি আমার কাছে সবসময় ভালো লাগে।তেমনি আপনার ফটোগ্রাফিগুলি খুবই সুন্দর হয়েছে।কালীপূজার প্যান্ডেলটি অসম্ভব সুন্দর হয়েছে।বাংলাদেশে কবে গেলেন দাদা!বাংলাদেশের সৌন্দর্য্য মানেই ব্যতিক্রম।ধন্যবাদ আপনাকে।