সিরিজ শিরোপা দক্ষিণ আফ্রিকার শিবিরে!
হ্যালো বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। সবাইকে আন্তরিক শুভেচ্ছা জানিয়ে আজকের ব্লগটি শুরু করছি। |
---|
Image Created by OpenAI
আজকে আপনাদের সাথে খেলাধুলা বিষয়ে একটি পোস্ট শেয়ার করে নেবো। গতকাল অস্ট্রেলিয়া আর দক্ষিণ আফ্রিকার মধ্যে দ্বিতীয় একদিনের ম্যাচ ছিল। এই ম্যাচ আর গত প্রথম ম্যাচের মধ্যে তেমন কোনো পার্থক্য দেখলাম না আসলে। রানের ক্যাটাগরি একদম সেম। দক্ষিণ আফ্রিকা এই ম্যাচে টস জিতে আগে ব্যাটিং করার সিদ্ধান্ত নেয়। এই পিচটাতে আসলে তেমন একটা কোনদিকে সুবিধার ছিল না অর্থাৎ এই পিচে বলের টার্নিংটা খুবই ফাস্ট ছিল। তবে আগে ব্যাটিং এর সুবিধা ছিল এই যে, দ্বিতীয় ইনিংসে বলটা বেশি সুইম করেছে। টস এর আগে এইগুলো আসলে অধিনায়ক পর্যবেক্ষণ করে নেয়, তারপর সেই হিসেবে টস-এ জিতলে সিদ্ধান্ত নিতে পারে।
এইজন্য কিন্তু বেশিরভাগ সময়েই টস এর উপর অনেককিছু নির্ভর করে। তো যাইহোক, দক্ষিণ আফ্রিকা আগে ব্যাটিং করতে নামে, কিন্তু সেই ওপেনে বাজে ব্যাটিং। তবে বেশি একটা সমস্যা হয়নি, কারণ এসেই একজনের বোলিং-এ ক্যাচ আউট হয়ে যায়। তারপরেও একটা বড়ো ধাক্কা থেকে যায় ওপেন-এ। আসলে এদের দুইজনের কারো ফর্ম নেই। এরপরে যে দুইজন এসেছিল, এদের পারফর্ম মোটামুটি ভালো ছিল। আসলে ওই যে বলেছিলাম এই পিচে সুইম খুব দ্রুত হয়ে থাকে। বেশি ড্রাই হলে যা হয় আর কি। তো এদের দুইজনের পার্টনারশিপ বেশ ভালো শক্তিশালী ছিল।
বেশ অনেকক্ষণ ধরে খেলে দিয়েছিলো। ১২৬ রানের একটা বড়ো পার্টনারশিপ অনেক দরকার ছিল দ্বিতীয়/তৃতীয় উইকেটে। তা নাহলে রানের জায়গায় উইকেট এর বন্যা হয়ে যেতো এই পিচে। রান করা অনেকটা হার্ড ছিল। তাও এখানে এই দুইজন যে ভূমিকা রেখেছিলো, তা অনেকটা জরুরি এবং প্রশংসাযোগ্য ছিল। তাছাড়া অস্ট্রেলিয়ার বোলিং সাইট আর ফিল্ডিং সাইট খুব কড়া ছিল। এর পরে পঞ্চম স্থানে যে ব্যাট করতে এসেছিল, তার ব্যাটিং লাইন তাদের বোলিং এর সামনে বেশ ভালো ছিল, সেও বলা যায় ৭৪ রানের একটা দুর্দান্ত বড়ো ইনিংস খেলে এই পরিস্থিতিতে।
মোটামুটি পরপর এই তিনজনের বড়ো ইনিংস এর কারণে এই পিচের উপরে একটা লড়াই সম্পন্ন রান করতে পেরেছিল। পিচ যতোই বোলিং সাইটে থাকুক না কেনো, যদি ৫০ ওভারে ২৫০ রান বা একটু বেশি না করা যায়, তাহলে অনেক সময় এই টার্গেট মিস হয়ে যায়। অস্ট্রেলিয়া আসলে ফিল্ডিং করেছে মারাত্মক, একটা ক্যাচ মিস হয়নি, এক কথায় বলা যায়, দক্ষিণ আফ্রিকার সব ব্যাটসম্যান ক্যাচ আউট হয়েছে। তো এই রান তাড়া করতে নেমে অস্ট্রেলিয়া পুরো বিধ্বস্ত। কারণ তাদের একজন উইকেটকিপার ছাড়া সবাই এসেছে আর গিয়েছে। তবে এখানে দক্ষিণ আফ্রিকাও কিন্তু যথেষ্ট ভালো ফিল্ডিং আর বোলিং করেছে।
ইফেক্ট বেশি পড়েছে অস্ট্রেলিয়ার ব্যাটিং লাইনে। একজনও সেভাবে খেলতেই পারেনি। গত ম্যাচও যেমন রান ছিল, এই ম্যাচেও একইভাবে আউট হয়েছে। তবে এই ম্যাচে একটা ইন্টারেস্টিং বিষয় ঘটেছে, সেটা হলো উভয় টিমের ব্যাটসম্যান প্রায় সবাই ক্যাচ আউট হয়েছে। তবে এখানে বেশিরভাগ ক্ষেত্রেই তুলে মারতে গিয়ে আউট হয়েছে। অনেক ক্ষেত্রে এমন হয়েছে যে, বল বেশিরভাগ ডাউন সুইম খেয়ে গেছে আর সেইসব বল খেলতে গিয়ে বেশিরভাগ ক্ষেত্রে ক্যাচ তুলে দিয়েছে। তবে এই ম্যাচটা বলব, একটু এক ঘেয়েমি মতো লেগেছে, তেমন মজা পাওয়া যায়নি দেখে। তবে এই পিচে বলে-ব্যাটে মারাত্মক লড়াই হয়েছে উভয়পক্ষে।
শুভেচ্ছান্তে, @winkles
250 SP | 500 SP | 1000 SP | 2000 SP | 5000 SP |


Upvoted! Thank you for supporting witness @jswit.
@winkles, what a fantastic recap of the Australia vs. South Africa match! Your analysis of the pitch conditions and how they impacted the game is spot-on. I appreciate how you highlighted the importance of the 126-run partnership and the crucial innings that followed – those were definitely game-defining moments!
It's interesting to hear your perspective on how the match felt a bit one-sided despite the fierce battle between bat and ball. The detail about the prevalence of catch-outs is a great observation. Thanks for sharing your insights with the Steemit community! What are your predictions for the next match? I am eager to see your next post.