এলোমেলো আলোকচিত্র ( পর্ব ৪৭ )

in আমার বাংলা ব্লগ8 days ago
হ্যালো বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। সবাইকে আন্তরিক শুভেচ্ছা জানিয়ে আজকের ব্লগটি শুরু করছি।

Photo by @winkles

Photo by @winkles

Photo by @winkles

Photo by @winkles

আজকে আপনাদের সাথে কিছু এলোমেলো আলোকচিত্র শেয়ার করে নেবো। এই আলোকচিত্রগুলো ইকো পার্কের থেকে তোলা। এইগুলো সাধারণত একটি লেকের কিছু আলোকচিত্র। পার্কটিতে সাধারণত সামনের দিক থেকে প্রবেশ করলে পুরো লেকের ভিউটা পাওয়া যায়। কারণ একদম এর সাইড দিয়ে যাওয়ার একটা সুযোগ থাকে। আর বিকেলের ভিউটা দারুন লাগে, বিশেষ করে যখন সূর্যের কিরণটা জলে পড়ে তখন আরো ভালো লাগে, কারণ জলের এই ঝিকিমিকি ভাবটা দারুন সৌন্দর্যপূর্ণ। আরো একটা ভিউ দেখা যায়, জলের কিনারা বরাবর বেশ কিছু মাছের ভাসমান অবস্থায় দেখতে পাওয়া যায়। আর খাবার ছড়িয়ে দিলে মাছগুলো কিনারায় চলে আসে। আর এখানে যারা বোটিং করে, সেটাও একটা আলাদা নজর কাড়ে।

Photo by @winkles

Photo by @winkles

Photo by @winkles

এই আলোকচিত্রগুলো তুলেছিলাম মায়াপুর থেকে। এটা একটা গ্রাউন্ড, যা বিশাল বড়ো। এইরকম আরো নানা জায়গায় বিশাল বড়ো বড়ো গ্রাউন্ড পড়ে আছে। তাছাড়া এর বাইরে কলোনি আছে প্রচুর। এইসব জায়গায় সাধারণত বিভিন্ন হোটেল এইসব তৈরি করে রাখে। তবে এই জায়গাগুলোতে সম্ভবত পরে কোনো হোটেল তৈরির কাজে ব্যবহৃত হতে পারে। তবে এখন যেভাবে পড়ে আছে, তাতে এই সবুজতার সমারোহের ভিউটা দারুন লাগে ভেতর দিয়ে হেঁটে যাওয়ার সময়ে। মায়াপুর মন্দিরের জায়গাটা আসলে অনেক বড়ো এরিয়া নিয়ে তৈরি। এখনো নানা ধরণের প্রজেক্ট এর কাজ চলছে মন্দির চত্বরের মধ্যে দিয়ে। পরবর্তীতে গেলে হয়তো আরো নতুন কিছু দেখতে পারবো এইসব প্রজেক্টের মধ্যে।

Photo by @winkles

Photo by @winkles

Photo by @winkles

Photo by @winkles

Photo by @winkles

Photo by @winkles

Photo by @winkles

Photo by @winkles

এই আলোকচিত্রগুলো তুলেছিলাম গঙ্গার ঘাটের থেকে। গত একটা পোস্টে গঙ্গার ঘাটের কিছু ছবি শেয়ার করেছিলাম। এই ছবিগুলো গঙ্গার ঘাটের ওখানে তৈরি করা মন্দিরের। মন্দিরটা বেশ বড়ো করেই তৈরি করা। আর এখানে সিকিউরিটির মধ্যে থাকে, যেহেতু পাশেই বর্ডার সিকিউরিটি ফোর্স ক্যাম্প আছে। আর এই দৃশ্যগুলো তোলা, যখন গঙ্গায় জোয়ার লেগেছিলো। অনেকে বিকেলের থেকে এই জোয়ারের দৃশ্যটা উপভোগ করার জন্য ভিড় জমায়। জোয়ার লাগলে এই জল মন্দিরের উপরেও চলে আসে অনেক সময়। আমি যখন গিয়ে দাঁড়িয়েছিলাম, তখন পুরো ভাটা। অনেকে বড়শি দিয়ে মাছ ধরছিল বা জাল পেতে রাখা সেইগুলো তুলছিলো। বিকেলের সূর্যের কিরণের সৌন্দর্যপূর্ণ দৃশ্য গঙ্গার উপরে উপভোগ করা এক অন্যরকম অনুভূতির কাজ করে মনের দিক থেকে।

Photo by @winkles

Photo by @winkles

Photo by @winkles

Photo by @winkles

এই আলোকচিত্রগুলো তুলেছিলাম দুর্গাপুজোর সময়ে। কালীঘাটের সাইটে এক গলির ভেতর দিয়ে যেতে যেতে হঠাৎ ছোট এই পুজোর প্যান্ডেল থেকে কিছু তোলা আর কি। এখানে পুজোটা অনেক ছোট পরিসরে করেছিল বা বরাবরই করে থাকে অলিগলির ভেতরের পুজোগুলো। তো এই প্যান্ডেলের পুজোটা জাকজমক না হলেও মায়ের মূর্তিটা বেশ ভালো করেছিল। এর আগে পুজো নিয়ে যেসব মূল পোস্ট করেছিলাম, তাতে এই জায়গার মূর্তির বিষয়টা উল্লেখ করেছিলাম। এটা জাস্ট সেই প্যান্ডেলের একটা ছোট দৃশ্য। এরপর কিছু খেলনার দৃশ্য, এইগুলো তুলেছিলাম আরেক জায়গা থেকে। পুজো দেখে প্যান্ডেল থেকে বেরিয়ে মোটামুটি রাস্তা দিয়ে যাওয়ার মুখে এটা তুলেছিলাম। এরপর একটি প্যান্ডেলের ভেতরে কিছু মূর্তি রয়েছে, এইগুলো সাধারণত বাদ্যযন্ত্র ন্যায় তৈরি করা। এরপর একটা আদিবাসী বা আফ্রিকান মতো দেখতে একটি মহিলার মূর্তি বা একটা বিমূর্ত মূর্তি তৈরি করা, যা কাঁকে করে কলসি নিয়ে আছে।


শুভেচ্ছান্তে, @winkles


Support @heroism Initiative by Delegating your Steem Power

250 SP500 SP1000 SP2000 SP5000 SP

Heroism_3rd.png



Sort:  

Upvoted! Thank you for supporting witness @jswit.

Absolutely stunning photography, @winkles! The way you've captured the light at Eco Park, the serene landscapes of Mayapur, the vibrant ghats of the Ganges, and even the intimate Durga Puja celebrations is truly captivating. Each photo tells a story and offers a glimpse into the beauty of these locations.

I especially loved the shots of the water reflecting the sunlight – the "ঝিকিমিকি" effect you described is wonderfully portrayed. The detail in the Durga Puja images is also remarkable, showcasing the artistry and spirit of the festival.

Thanks for sharing these beautiful moments with us! What inspired you to start capturing these scenes? I'm sure others would love to hear more about your photography journey in the comments!

 7 days ago 

বাহ,বেশ কিছু ফটোগ্রাফি দেখলাম।প্রত্যেকটি ফটোগ্রাফিই দারুণ ছিল ,আমার কাছে সবুজ প্রকৃতির দৃশ্যটি বেশি ভালো লেগেছে।আর সূর্যের কিরণটা জলে পড়লে আসলেই চিকচিক করে, ধন্যবাদ দাদা।

 7 days ago 

এলোমেলো হলেও প্রতিটি ফটোগ্রাফি কিন্তু বেশ দারুন হয়েছে দাদা। আপনার আজকের ফটোগ্রাফি দেখে তো আমি রীতিমত মুগ্ধ। মনে হচ্ছে ফটোগ্রাফির মাঝে কিছুটা সময় হারিয়ে যাই।

 7 days ago 

আলোকচিত্র গুলো খুবই সুন্দর হয়েছে দাদা। অনেক ভালো লেগেছে দেখে। দারুন ভাবে নিজের দক্ষতা তুলে ধরেছেন আপু। আমার কাছেও খুবই ভালো লেগেছে।