থ্রিলার জিত!
হ্যালো বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। সবাইকে আন্তরিক শুভেচ্ছা জানিয়ে আজকের ব্লগটি শুরু করছি। |
---|
Image Created by OpenAI
আজকে আপনাদের সাথে খেলাধুলা বিষয়ে একটি পোস্ট শেয়ার করে নেবো। গতদিন বাংলাদেশ আর আফগান এর মধ্যে একটি ম্যাচ খেলা ছিল এশিয়া কাপের। বাংলাদেশের জন্য এটা অনেকটা গুরুত্বপূর্ণ ছিল, কারণ আফগান আগের একটি ম্যাচ জিতলেও তাদের নেট রান রেট অনেকটা ভালো, আর সেখানে বাংলাদেশের মাইনাস রয়েছে একটি জিতলেও। ফলে আফগানের জায়গায় যেতে গেলে এই ম্যাচটা তাদের জীবন-মরণের মতো ম্যাচ ছিল। এই ম্যাচটা যেকোনোভাবেই তাদের জিততে হবে,এইরকম মন মানসিকতা নিয়ে মাঠে নামতে হবে। তো সেখানে আবার ম্যাচ পড়েছে আবু ধাবিতে। এই মাঠের পিচ প্রথম দিকে ভালো থাকলেও ধীরে ধীরে স্লো হয়ে যায় বড্ডো। তবে গতকাল পিচের কন্ডিশন একটু ভালো ছিল অর্থাৎ রান করার মতো পর্যায়ে ছিল।
গতকাল বাংলাদেশ টস জিতে আগে ব্যাটিং করার সিদ্ধান্ত নিয়েছিল। আর এতে একটা সুবিধা ছিল যে, আগে ব্যাটিং করে যদি রান একটু বেশি টার্গেট দেওয়া যায়, তাহলে এই উইকেটে জেতার চান্স একটু বেশি থাকবে, কারণ পরে এই উইকেট অনেকটা স্লো হয়ে যায়। তো বাংলাদেশ আগে ব্যাটিং করতে নেমে তেমন একটা বাজে পরিস্থিতিতে পড়িনি, ভালোই শুরুটা করেছিল। এই ম্যাচে যদিও প্লেয়ারে কিছু চেঞ্জ এসেছে, ফলে এখানে বোলার বা ব্যাটারের দিক থেকে একটু ভালো সুবিধা আশা ছিল। ওপেনে দুইজন মোটামুটি বেশ ভালো খেলে দিয়েছিলো পাওয়ার প্লে ওভারে। দুইজনের পার্টনারশীপ একসাথে বেশিক্ষন না হলেও গড় হিসেবে ১০০ এর কাছাকাছি রান করে দিয়েছিলো।
লিটন এই ম্যাচে তেমন আশানুরূপ খেলতে পারেনি ঠিকই, কিন্তু মোটামুটি ওই দুইজনের রানের পাশাপাশি আর ৩-৪ জন সবমিলিয়ে দেড়শো রানের টার্গেট দিতে পেরেছিলো। তবে হিসেবে একেবারে খারাপ ছিল না, মোটামুটি টক্কর দেওয়ার মতো ছিল আফগানের বর্তমান পজিশন অনুযায়ী। তবে সত্যি বলতে এটা বাংলাদেশ ক্রিকেট টিম কিনা! জেতা ম্যাচও হেরে যাওয়ার রেকর্ড আছে। যাইহোক, আফগানদের প্রথম থেকেই ভালো প্রেসারে রেখেছিলো সবাই। তাসকিন বেশ ভালো পেসার দিয়ে রেখেছিলো, পাশাপাশি রিশাদ। দুইজনের বোলিং চাপে মোটামুটি আফগান কুপোকাত। রান রেটে প্রথম থেকে ভালোই চেপে দিয়েছিলো। তবে নাসুম কিন্তু সেরা বোলিং করেছে এই ম্যাচে।
বাংলাদেশ কিন্তু বেশি রানে জিতে একটা ভালো নেট রান রেটে যাওয়ার সুযোগ পেয়েছিলো, কিন্তু এক সাইফ না কি তার ওভারেই বাঁশটা খেলো। প্রতিটা ওভারে অসম্ভব মার খেয়েছে, এমনকি তার লাস্ট ওভারে ৩০ রান খেয়েছে। আর এটাই হলো বাংলাদেশের সমস্যা, প্রত্যেক বারেই এই একই সমস্যার জন্য জেতা ম্যাচ হেরে যায়। এই ম্যাচটাও কিন্তু শেষ পর্যন্ত প্রায় হেরে যাচ্ছিলো। আসলে এতো বছর ধরে খেলছে, কিন্তু কোনো অভিজ্ঞতা অর্জন হলো না কারো। শেষে যেয়ে তরী ডুবিয়েই ছাড়ে। আর মুস্তাফিজুর শেষ হয়ে গেছে, আগের মতো কোনো লেন্থ ঠিকমতো হয় না, যেখানে লেগে বল দিলেই মারছে, সেখানে সেই একই বল দিতে থাকে। তবে যাইহোক, শেষমেশ ম্যাচটা জিতেছে। এখনও সামনে উপরে যেতে গেলে দুটো কমপক্ষে জেতা লাগবেই। কারণ ম্যাচ জিতলেও এই নেট রান রেটে আটকাবেই। বর্তমানে নেট রান রেট অনেক গুরুত্বপূর্ণ।
শুভেচ্ছান্তে, @winkles
250 SP | 500 SP | 1000 SP | 2000 SP | 5000 SP |


Hello @winkles!
Fantastic post covering the Bangladesh vs. Afghanistan Asia Cup match! Your breakdown of the game, from the strategic decision to bat first to the nail-biting finish, is really engaging. I appreciate your honest assessment of the team's performance, highlighting both the positives (Nasum's bowling, the opening partnership) and the frustrating recurring issues.
It's great to see a passionate fan dissecting the game with such detail. Your analysis of the net run rate importance is spot-on!
For those who haven't followed the match, @winkles provides an excellent recap and insightful commentary. What were your thoughts on the match's turning points? Do you agree with @winkles' assessment of the team's strengths and weaknesses? Let's discuss in the comments! Keep up the great work!
গতকালকের ম্যাচটা ছিল আমাদের দেশের জন্য বাচা মরার লড়াই এর। এই ম্যাচে পরাজয় হলেই এশিয়া কাপ থেকে এবারের মত বিদায় নিতে হতো। যেহেতু জিতে গিয়েছে তাই শঙ্কা মুক্ত আপাতত। শেষ অব্দি যেতে হলে আরো দুটি ম্যাচ জিততে হবে। আশা করি জিতে যাব। ধন্যবাদ দাদা গত কালকের ম্যাচের রিভিউ শেয়ার করার জন্য।