এলোমেলো আলোকচিত্র ( পর্ব ৫৯ )

in আমার বাংলা ব্লগ13 hours ago
হ্যালো বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। সবাইকে আন্তরিক শুভেচ্ছা জানিয়ে আজকের ব্লগটি শুরু করছি।

Photo by @winkles

Photo by @winkles

Photo by @winkles

আজকে আপনাদের সাথে কিছু এলোমেলো আলোকচিত্র শেয়ার করে নেবো। এই আলোকচিত্রগুলো তুলেছিলাম খুলনা ইউনিভার্সিটি থেকে। গতদিন একটি পোস্টে উল্লেখ করেছিলাম বিকেলে একটা কলোনি মতো জায়গায় ঘুরতে গিয়েছিলাম আর সন্ধ্যার পরে ওখান থেকে খুলনা ইউনিভার্সিটি এর ক্যাম্পাস এর দিকে চলে এসেছিলাম। খুলনা ক্যাম্পাস আসলে অনেক বড়ো, হেঁটে পারা যায় না। আসলে হাঁটা অভ্যাস না থাকলে যা হয় আর কি। তো ওখানে হাঁটতে হাঁটতে প্রায় একটা জায়গায় গিয়ে দেখলাম মুক্তিযোদ্ধাদের কিছু মূর্তি এইসব আছে। এরপর হাঁটতে হাঁটতে আরো সামনের দিকে কিছু জায়গা ঘুরেফিরে দেখলাম। ভেতরে এইসব নানা নিত্য নতুন বিষয়গুলো দেখতে দারুণ লাগছিল।

Photo by @winkles

Photo by @winkles

Photo by @winkles

এই আলোকচিত্রগুলো তুলেছিলাম ইকো পার্ক থেকে। এখানে আগের কিছু পোস্টে পিরামিড এর এইসব দৃশ্য দেখিয়েছিলাম । আজকেও অল্প কিছু পিরামিডের দৃশ্য থাকবে। পিরামিডগুলো এখানে অনেকগুলো বিভিন্ন ধাঁচের তৈরী করা। বিভিন্ন গড়নের দেখতে অনেক সুন্দর লাগে, যেমন বাহ্যিক সৌন্দর্য, তেমনি ভেতরের। ভেতরের থেকে বাইরের সৌন্দর্যটা বেশি সুন্দর লাগে। এছাড়া EGYPT এর পিরামিডগুলো দেখতে আরো বেশি সুন্দর লাগে। এইরকম পিরামিড লাইন দিয়ে অনেকগুলো করা আছে, পরের পোস্টে ছবি দেবো। এইগুলো দেখার মধ্যে একটা আলাদা সৌন্দর্য আছে।

Photo by @winkles

Photo by @winkles

Photo by @winkles

Photo by @winkles

Photo by @winkles

এই আলোকচিত্রগুলো তুলেছিলাম আন্দুলপোতা থেকে। আন্দুলপোতা হলো বসিরহাট এর লাইনে একটা ঘের মতো এলাকা। এই এলাকাটি অনেকটা আমাদের এই খড়িবাড়ি এর মতো দেখতে। তবে আন্দুলপোতা অনেক জনপ্রিয় হয়ে উঠেছে পর্যটকদের কাছে। ওখানে একপ্রকার একটা পার্কের মতো ব্যবস্থা করে ফেলেছে। বসার বেঞ্চ, দোকান ইত্যাদি সবকিছুই একটা পার্কের মতো ব্যবস্থা। চারপাশে ঘের আর পড়ন্ত বিকেলের মুহূর্তে দৃশ্যগুলো দারুণ লাগে। আর সরু রাস্তা দিয়ে হাঁটতে আরো বেশি সৌন্দর্য উপভোগ করা যায়। বেশিক্ষণ ছিলাম না, মোটামুটি ঘন্টা ২ এর মতো থেকে সন্ধ্যা নেমে আসলে চলে এসেছিলাম।

Photo by @winkles

Photo by @winkles

এই আলোকচিত্রগুলো তুলেছিলাম চিড়িয়াখানা থেকে। এখানে অনেক প্রজাতির প্রাণী আছে। এই পাখির দৃশ্যগুলো সেইভাবে তোলা যায়নি, এত ঘন জাল, যে তোলা যায় না ঠিকভাবে সামনের দিকে বা খুব কাছাকাছি না এলে। এই পাখিগুলোকে সাধারণত সাউদার্ন স্ক্রিমার বলে থাকে। এই পাখি আমাদের এশিয়া মহাদেশের দিকে পাওয়া যায় না। ব্রাজিল, উরুগিয়ে, বলিভিয়া, আর্জেন্টিনা ইত্যাদি এইসব এর ক্রান্তিয়, উপক্রান্তিয় অঞ্চলের দিকে পাওয়া যায়। পাখিগুলো আসলে দেখতে অনেক সুন্দর হয়ে থাকে আর এরা বেশিরভাগ জলাশয় আর ঘাস জাতীয় পরিবেশে বেশি থাকে।


শুভেচ্ছান্তে, @winkles


Support @heroism Initiative by Delegating your Steem Power

250 SP500 SP1000 SP2000 SP5000 SP

Heroism_3rd.png



Sort:  

Wow, @winkles, what a fantastic exploration of খুলনা University, Eco Park, and Andulpota! Your photos truly capture the essence and beauty of each location. From the serene scenes at Andulpota to the fascinating pyramid structures at Eco Park and the wildlife, you have an eye for detail.

It's wonderful how you share a glimpse into these less-traveled spots, making us feel like we're right there with you. The information about the Southern Screamer bird was fascinating! Thanks for taking us on this virtual tour of Bangladesh's hidden gems. What inspired you to capture these specific moments, and which place did you enjoy exploring the most? I'm looking forward to seeing more of your photography!

 11 hours ago 

বেশ দারুন কিছু ফটোগ্রাফি শেয়ার করেছেন দাদা। বিশেষ করে খুলনা ইউনিভার্সিটির বিষয়ে এবং ফটোগ্রাফি গুলি বেশি ভালো লেগেছে তাছাড়াও বাদ বাকি আলোকচিত্র গুলিও খুবই সুন্দর করে ক্যাপচার করেছেন দেখে বোঝাই যাচ্ছে। আপনার ফটোগ্রাফি পোস্টটি আমার কাছে ভালোই লাগলো।