লাইট হাউস এর দৃশ্যের চিত্রাঙ্কন ।। অরিজিনাল আর্টওয়ার্ক

in আমার বাংলা ব্লগ5 days ago
হ্যালো বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। সবাইকে আন্তরিক শুভেচ্ছা জানিয়ে আজকের ব্লগটি শুরু করছি।

আজকে আপনাদের সাথে একটি আর্ট পোস্ট শেয়ার করে নেবো। আজকের আর্ট পোস্টটি একদম ভিন্ন ধরণের। আজকে ভাবলাম একটু লাইট হাউস এর একটা দৃশ্য আঁকা যাক। আজকে একটা দৃশ্যে লাইট হাউস এর দৃশ্য দেখছিলাম, তো সেখান থেকেই ভাবলাম একটা দৃশ্য তৈরী করা যাক। লাইট হাউস আসলে সমুদ্রের তীরবর্তী এলাকার দিকে তৈরী করা একটা উঁচু টাওয়ার, যা বিশেষ ভাবে স্থাপন করা হয়ে থাকে। এটা মূলত জাহাজ বা নাবিকদের সঠিক দিক নির্দেশনা করার জন্য ব্যবহার করা হয় অর্থাৎ এখানে বিশেষ ভাবে আলোর ব্যবহারটা করা হয়ে থাকে।

এটা বিশেষ করে যখন রাতে বা কুয়াশাচ্ছন্ন আবহাওয়াতে জাহাজ এর সঠিক দিক নির্দেশনার কাজে ব্যবহার করা হয়। তবে এই লাইট হাউসে চাকরি একটা কঠিন বা ভয়ানক কাজ। অনেক সময় যেকোনো মুহূর্তে যেকোনো বিপদের সম্মুখীন হতে পারে, কারণ সমুদ্রের যেখানে তৈরী করা হয় সেটা একপ্রকার বিপজ্জনক পাথুরে অংশে। তো যাইহোক, এখানে আসলে সেইরকম একটা দৃশ্যকে কেন্দ্র করে লাইট হাউস এর বিষয়টা তুলে ধরার চেষ্টা করেছি। আশা করি আজকের আর্ট আপনাদের কাছে ভালো লাগবে। এখন আর্ট এর মূল বিষয় এর দিকে চলে যাব।

☫উপকরণ:☫

আর্ট পেপার
বোর্ড
স্কেচ পেন্সিল
মার্কার পেন
মোম রং
রাবার

✎এখন অঙ্কন এর ধাপগুলো নিচের দিকে তুলে ধরা হলো---

❖প্রথম ধাপে- স্কেচ পেন্সিল দিয়ে সমুদ্রের তীরবর্তী এলাকায় একটা লাইট হাউস এর মতো সম্পূর্ণ দৃশ্য তৈরী করে নিলাম। এরপর পাশে একটি জাহাজের মতো দৃশ্য এঁকে নিয়েছিলাম এবং সেই সাথে দূরে একটু পাহাড়ি মতো তৈরী করে দিয়েছিলাম।

❖দ্বিতীয় ধাপে- স্কেচ পেন্সিল দিয়ে সব এঁকে নেওয়ার পরে মার্কার পেনের কালী দিয়ে ভালো করে গাঢ় করে নিয়েছিলাম।

❖তৃতীয় ধাপে- মোম রং দিয়ে আকাশের দৃশ্য তুলে ধরেছিলাম । এরপর একটা সূর্যের দৃশ্য এঁকে দিয়েছিলাম মোম রং দিয়ে।

❖চতুর্থ ধাপে- মোম রং দিয়ে পাথুরে যুক্ত জায়গায় কালার করে দিয়েছিলাম। এরপর সমুদ্রের অংশে কালার দিয়ে দৃশ্যটা তুলে ধরেছিলাম।

❖পঞ্চম ধাপে- লাইট হাউস এর দৃশ্যতে কালার করে দিয়েছিলাম এবং অবশেষে জাহাজের অংশে কালার করে অঙ্কনটিকে এখানেই সমাপ্ত করেছিলাম।


আর্ট বাই, @winkles

শুভেচ্ছান্তে, @winkles


Support @heroism Initiative by Delegating your Steem Power

250 SP500 SP1000 SP2000 SP5000 SP

Heroism_3rd.png



Sort:  

Absolutely enchanting, @winkles! আপনার লাইট হাউস আর্টপোস্ট দেখে আমি মুগ্ধ! The way you've captured the essence of the lighthouse, not just as a structure but as a beacon of hope and guidance for sailors, is truly remarkable. I appreciate the step-by-step breakdown; it makes art accessible and encourages others to try their hand at recreating such a beautiful scene.

The vibrant colors you've used, especially to depict the sky and the sea, create a captivating atmosphere. The inclusion of the boat adds a wonderful touch of realism. Thank you for sharing your creative process and this stunning piece with us. What inspired you to start drawing? Keep creating and inspiring, @winkles!

 3 days ago 

লাইট হাউস এর দৃশ্যের চিত্রাঙ্কন দুর্দান্ত হয়েছে দাদা। অনেক সুন্দর একটি আর্ট করেছেন দেখে খুবই ভালো লেগেছে। আর্ট দেখে চোখ জুড়িয়ে গেল দাদা। অনেক ধন্যবাদ জানাচ্ছি।