এলোমেলো আলোকচিত্র ( পর্ব ৫৮ )
হ্যালো বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। সবাইকে আন্তরিক শুভেচ্ছা জানিয়ে আজকের ব্লগটি শুরু করছি। |
---|
![]() |
---|
Photo by @winkles
![]() |
---|
Photo by @winkles
![]() |
---|
Photo by @winkles
![]() |
---|
Photo by @winkles
আজকে আপনাদের সাথে কিছু এলোমেলো আলোকচিত্র শেয়ার করে নেবো। এই আলোকচিত্রগুলো তুলেছিলাম বর্তির বিলের থেকে। গত তারিখে কিছু দৃশ্যের মধ্যে প্রাকৃতিক কিছু বিষয় তুলে ধরার চেষ্টা করেছিলাম। ওই বিকেলের মুহূর্তে আমরা প্রায় মোটামুটি অনেক জায়গা ঘুরতে পেরেছিলাম, যদিও একপ্রকার সন্ধ্যা সন্ধ্যা মতো নেমে এসেছিল। এখানে একটা জায়গায় চাষের জন্য জমি চাষের ব্যবস্থা চলছিল। এই দৃশ্যগুলো যখন অনেক দিন পরে দেখা হয়, তখন মনের মধ্যে একটা আলাদা অনুভূতির কাজ করে। এরপর ওই বিলের মধ্যে এক জায়গায় কচুরিপানার মতো দেখতে পেয়েছিলাম, এইগুলো যদিও অনেক আগে যখন জল জমে ছিল, তখন হয়েছিলো। এইগুলো আস্তে আস্তে পরে শুকিয়ে মরেও গেছিল। সব মিলিয়ে একদম একটা মনমুগ্ধকর পরিবেশ ছিল।
![]() |
---|
Photo by @winkles
![]() |
---|
Photo by @winkles
এই আলোকচিত্রগুলো তুলেছিলাম বাংলাদেশের থেকে। সকালের দিকে একটা খেয়া ঘাটের দিকে গেছিলাম মাছ কিনতে। ওখানে যদিও একটা বড়ো মাছের আড়ং বসে থাকে। তো ওই মাছ কিনতে গিয়ে ঘাটের দিকে চলে গিয়েছিলাম। ওখানে বেশ অনেকগুলো ট্রলার ছিল, আমাদের এদিকে আসলে সেভাবে দেখা হয় না, কারণ এগুলো এক গঙ্গার দিকে আর সমুদ্রের দিকে গেলে দেখা যায়। এইগুলো আমাদের এখান থেকে অনেকটা দূরে, ফলে দেখা হয় না সবসময়। তবে এইধরণের ট্রলার খুব কম দেখা যায়, কারণ এখন সব ট্রলার অনেক আপডেট হয়ে গেছে। বাংলাদেশে হয়েছে কিনা জানিনা, তবে আমাদের এখানে এইরকম দেখা যায় না। যাইহোক মুহূর্তগুলো অনেক ভালো ছিল।
![]() |
---|
Photo by @winkles
![]() |
---|
Photo by @winkles
![]() |
---|
Photo by @winkles
![]() |
---|
Photo by @winkles
এই আলোকচিত্র তুলেছিলাম ময়দান থেকে। এখানে শীতের বিকেলের সৌন্দর্যটা দারুণ ছিল, বিশেষ করে সূর্যের কিরণ যখন পড়েছিলো। পড়ন্ত বিকেলের এই মায়াময় দৃশ্য দেখলে প্রকৃতির প্রেমে পড়ে যেতে হয়। তাছাড়া এখানে আরো মুহূর্তগুলো সুন্দর হয়ে ওঠে, যখন নানা রকম বিষয় দেখা যায়। যেমন এখানে বিকেলে গিটার নিয়ে বন্ধুদের সাথে একসাথে গানের আড্ডায় বসে থাকে, তারপর কেউ নিরিবিলি বসে বই পড়ছে, আবার কেউ বিভিন্ন বিষয়ে খেলাধুলা করছে। এইরকম সবাই যার যার মতো একটা বিষয় নিয়ে পড়ে থাকে। এখানে গেলে এই বিষয়গুলো ভালো উপভোগ করা যায়।
![]() |
---|
Photo by @winkles
![]() |
---|
Photo by @winkles
![]() |
---|
Photo by @winkles
![]() |
---|
Photo by @winkles
![]() |
---|
Photo by @winkles
![]() |
---|
Photo by @winkles
![]() |
---|
Photo by @winkles
এই আলোকচিত্র তুলেছিলাম মায়াপুর থেকে। মায়াপুর এর একটা আলাদা সৌন্দর্য রয়েছে, বিশেষ করে এই মন্দিরগুলো যখন যাওয়ার পথে প্রায় ৫ কিলোমিটার দূরের থেকে দেখা যায়। তখন মনের মধ্যে একটা অন্যরকম অনুভূতি কাজ করে। এই মন্দিরটি মায়াপুর এর পুরোনো একটি মন্দির, এর আগে যেটা দেখিয়েছিলাম, সেটা নতুন তৈরী করা হচ্ছে। এই পুরোনো মন্দিরের ভেতরে অনেক কিছু উল্লেখ করা আছে, ছবি তোলা নিষেধ, তাই বাইরের অংশটা তুলতে পেরেছিলাম। তাছাড়া এর গায়ে অনেক কিছু খোদাই করা আছে। এর আশেপাশের পরিবেশটা বেশ দারুণ, দেখলেই সেখান থেকে আসতে মন চায় না।
শুভেচ্ছান্তে, @winkles
250 SP | 500 SP | 1000 SP | 2000 SP | 5000 SP |

