একটি বর্ষাকালীন দৃশ্যের চিত্রাঙ্কন ।। অরিজিনাল আর্টওয়ার্ক
হ্যালো বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। সবাইকে আন্তরিক শুভেচ্ছা জানিয়ে আজকের ব্লগটি শুরু করছি। |
---|
আজকে আপনাদের সাথে একটি আর্ট পোস্ট শেয়ার করে নেবো। এই আর্টটি কিছুটা প্রকৃতি নির্ভর। বর্তমানে প্রচন্ড পরিমানে বৃষ্টিপাত হচ্ছে। তবে এইবার বৃষ্টি দেখে মনে হচ্ছে সত্যি সত্যি বর্ষাকাল পড়েছে। কারণ এই বছরের মতো গত বহু বছর তেমন বৃষ্টি হয় না, সেটা এমনি সময় হোক বা বর্ষাকালে হোক। বিশেষ করে আমাদের কলকাতাতে তো হতোই না। কিন্তু এইবার চারিদিকে জলে থৈ থৈ করছে। তো আসলে অনেকদিন ধরে তেমন কোনো প্রকৃতি নির্ভর আর্ট তৈরি করা হয় না, তাই এইবারের আর্টটি এই বর্ষাকালের ভিত্তিতে তৈরি করলাম। এটা কিছুটা আমি শহর কেন্দ্রিক তৈরি করেছি।
তবে এটাকে গ্রাম্য পরিবেশের মধ্যে করতে চেয়েছিলাম, কিন্তু আসলে এই গ্রাম্য পরিবেশের মধ্যে এই দৃশ্যটা ফুটিয়ে তুলতে গেলে অনেক কিছু অ্যাড করতে হতো। সময় স্বল্প থাকায় এটি শহর কেন্দ্রিকের মতো তৈরি করেছিলাম। তবে এটাতে একেবারে গ্রামের কিছু দৃশ্য রাখিনি তা না, সামান্য একটু নদীর বিষয়টা এখানে তুলে ধরেছি। এখানে একটি বালক বর্ষার সময়ে ছাতা মাথায় দিয়ে নদীর পাশে গিয়ে কিছু কাগজের তৈরি নৌকা ভাসিয়ে দিচ্ছে, এমন একটা সাধারণ দৃশ্য এখানে তুলে ধরা হয়েছে। যাইহোক, আশা করি আপনাদের কাছে এই আর্টটি ভালো লাগবে।
![]() |
---|
❂উপকরণ:❂
আর্ট পেপার |
---|
বোর্ড |
স্কেচ পেন্সিল |
মার্কার পেন |
মোম রং |
রাবার |
✔এখন অঙ্কনের ধাপগুলো নিচের দিকে তুলে ধরা হলো----
![]() |
---|
➤প্রথম ধাপে- স্কেচ পেন্সিল দিয়ে একটি বালকের দৃশ্য এঁকে নিয়েছি, যেখানে বালকটি ছাতা মাথায় দিয়ে হাঁটু ভাঁজ করে বসে আছে। এরপর সামনে নদীর মতো একটা দৃশ্য তৈরি করে তাতে কিছু কাগজের তৈরি নৌকার মতো ভাসমান দৃশ্য তৈরি করে নিয়েছিলাম। এরপর ব্যাক-এ গাছ এবং বাড়িঘর তৈরি করে কিছুটা শহরের মতো দৃশ্য তৈরি করেছিলাম।
![]() |
---|
➤দ্বিতীয় ধাপে- স্কেচ পেন্সিল দিয়ে পুরো অঙ্কন সম্পন্ন করার পরে তাতে মার্কার পেনের কালী দিয়ে গাঢ় করে দৃশ্যগুলো আরো ভালোভাবে ফুটিয়ে তুলেছিলাম।
![]() |
---|
➤তৃতীয় ধাপে- মোম রং দিয়ে গাছের দৃশ্যে কালার করে দিয়েছিলাম এবং আকাশের দৃশ্য তুলে ধরে তাতে বৃষ্টির ফোটা পড়ার দৃশ্যটাও তুলে ধরেছিলাম।
![]() |
---|
➤চতুর্থ ধাপে- একইভাবে মোম রং দিয়ে বাড়িঘরে, মেঘের দৃশ্যে এবং যে বালকটি ছাতা মাথায় দিয়ে আছে, সেই ছাতায় কালার করে দিয়েছিলাম।
![]() |
---|
➤পঞ্চম ধাপে- গ্রাউন্ডে কালার করে সবুজতার দৃশ্য তুলে ধরেছিলাম। এরপর কাগজের নৌকাগুলোতে কালার করে দিয়েছিলাম।
![]() |
---|
➤ষষ্ঠ ধাপে- নদীতে কালার দিয়ে তাতে জলের দৃশ্যটা তুলে ধরেছিলাম এবং বালকটির পোশাকে এবং বাকি সমস্ত কিছুতে কালার করে দিয়েছিলাম। এরপর কালার দিয়ে আরো কিছু বৃষ্টির ফোটার দৃশ্য তুলে ধরেছিলাম এবং অঙ্কনটিকে এখানেই সমাপ্ত করেছিলাম।
আর্ট বাই, @winkles
শুভেচ্ছান্তে, @winkles
250 SP | 500 SP | 1000 SP | 2000 SP | 5000 SP |


Thank you for sharing on steem! I'm witness fuli, and I've given you a free upvote. If you'd like to support me, please consider voting at https://steemitwallet.com/~witnesses 🌟
Upvoted! Thank you for supporting witness @jswit.
দাদা আজকে আপনি অনেক সুন্দর একটা আর্ট করেছেন, নিজের দক্ষতাকে কাজে লাগিয়ে এবং প্রচুর সময় ব্যবহার করে। আপনার করা আর্টটা দেখতে আমার কাছে এত বেশি ভালো লেগেছে যে, আমি তো কোনো রকমে চোখ ফেরাতে পারছিলাম না। কালার কম্বিনেশন টা অসম্ভব সুন্দরভাবে ফুটে উঠেছে। এই ধরনের আর্ট গুলোর মাধ্যমে নিজের ভিতরে থাকা সৃজনশীলতার প্রকাশ ঘটে। আপনার এই আর্ট গুলো যত দেখি আমার কাছে ততই ভালো লাগে। এরকম সুন্দর সুন্দর আর্ট আশা করছি সব সময় দেখব।
বর্ষাকালীন দৃশ্য আপনি আপনার হাতের ছোঁয়ায় অনেক সুন্দর করে ফুটিয়ে তুলেছেন। দেখতেও কিন্তু সুন্দর হয়েছে দাদা। অসাধারণ একটি চিত্রকর্ম উপস্থাপন করেছেন।
এবার বাংলাদেশেও বেশ বৃষ্টি হচ্ছে। বর্ষাকালে বৃষ্টি না হলে কি আর ভালো লাগে। তখন বর্ষাকাল একটি সাধারন ঋতু মনে হয়। যাই হোক বরাবরের মতো বেশ সুন্দর এঁকেছেন। বেশ সুন্দর হয়েছে দৃশ্যটি। আর কালার কম্বিনেশনও বেশ সুন্দর হয়েছে। তাই দেখতে বেশি ভালো লাগছে।
আপনার আর্টওয়ার্ক গুলো বরাবরই খুব সুন্দর হয়। আজকের এই বর্ষাকালের চিত্রাংকন টাও দারুন ছিল। খুব সুন্দর ভাবে এঁকেছেন এবং রং করেছেন। দারুন হয়েছে আপনার আজকের এই আর্ট। খুব দক্ষতার সাথে পুরোটা সম্পূর্ণ করেছেন। ধন্যবাদ আপনাকে এত সুন্দর একটা আর্টওয়ার্ক শেয়ার করার জন্য।
ভীষণ ভালো লাগলো আজকের আপনার শহরকেন্দ্রিক বৃষ্টির এই চিত্রাংকনটি দেখে। ভীষণ সুন্দর কিছু রংয়ের ব্যবহার করেছেন যার জন্য দেখতে চমৎকার হয়েছে। ধন্যবাদ এত সুন্দর একটি দৃশ্য অংকন করে আমাদের মাঝে শেয়ার করার জন্য।