মানচিত্রের সাদা-কালো ম্যান্ডেলা ডিজাইন ।। অরিজিনাল আর্টওয়ার্ক

in আমার বাংলা ব্লগ3 days ago
হ্যালো বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। সবাইকে আন্তরিক শুভেচ্ছা জানিয়ে আজকের ব্লগটি শুরু করছি।

আজকে আপনাদের সাথে একটি আর্ট পোস্ট শেয়ার করে নেবো। এই আর্ট পোস্টটি একটি ম্যান্ডেলা আর্ট এর সমন্বয়ে করেছিলাম। তবে আজকের এই ম্যান্ডেলা আর্টটি একটি দেশের গুরুত্বপূর্ণ বিষয়ের উপর কেন্দ্র করে তৈরি করা। এটা আমাদের ভারতের একটি মানচিত্রের উপর কেন্দ্র করে ম্যান্ডেলা ডিজাইন করা। অনেক কিছুর উপরে ম্যান্ডেলা ডিজাইন করেছি, কিন্তু এই মানচিত্রের বিষয়ের উপরে কোনো আর্ট আমি তৈরি করিনি। এটা মূলত একটা চিত্রে দেখতে দেখতে আঁকার কথা ভেবেছি। আমি আগেও বিভিন্ন আর্ট এর বিষয়ে এটাই করি, কারণ আমার সামনে কোনো কিছু দেখতে দেখতে ভালো লাগলে, সেটাকেই কেন্দ্র করে তৈরি করার চেষ্টা করি।

এই মানচিত্রের বিষয়টাও তাই। এই মানচিত্রকে আমি চাইলে একটা সাধারণ মানচিত্রের ডিজাইনে করে তাতে কালার কম্বিনেশন করতে পারতাম, ভালোও লাগতো। কিন্তু ম্যান্ডেলা ডিজাইনের মধ্যে একটা আলাদা বিষয় থাকে, বেশি আকর্ষণীয় লাগে ডিজাইনগুলোতে। এটা আমি সাদা-কালোর মধ্যে করলেও বেশি ডিজাইনের কারণে দেখতে ভালো লাগছে, এমনিতে একটি মানচিত্রে সাধারণ কোনো বিষয়ের উপরে ম্যান্ডেলা ডিজাইনের থেকে এতে বেশি ডিজাইনের কাজ করা লাগে। যাইহোক, ডিজাইনটা আশা করি আপনাদের কাছে ভালো লাগবে।

☀উপকরণ:☀

আর্ট পেপার
বোর্ড
স্কেচ পেন্সিল
কালো কালার পেন
রাবার

✔এখন অঙ্কনের ধাপগুলো নিচের দিকে তুলে ধরা হলো----

➤প্রথম ধাপে- স্কেচ পেন্সিল দিয়ে একটি মানচিত্র সম্পূর্ণভাবে তৈরি করে নিয়েছিলাম।

➤দ্বিতীয় ধাপে- মানচিত্রের প্রত্যেকটা স্থানে বিভিন্ন ধরণের ডিজাইন এঁকে নিয়েছিলাম অর্থাৎ সাধারণ কিছু ডিজাইন। এরপর তাতে সূক্ষ্ম সূক্ষ্ম বিভিন্ন আকৃতির ম্যান্ডেলা ডিজাইন তৈরি করে নিয়েছিলাম।

➤তৃতীয় ধাপে- কালো কালার পেনের কালী দিয়ে কিছু ডিজাইনের উপরে কালার করে গাঢ় করে ফুটিয়ে তুলেছিলাম।

➤চতুর্থ ধাপে- মানচিত্রের বাকি আর সব স্থানের ডিজাইনে একইভাবে পরিপূর্ণভাবে কালার করে দিয়েছিলাম। এরপর অঙ্কনটি এখানেই সমাপ্ত করেছিলাম।


আর্ট বাই, @winkles

শুভেচ্ছান্তে, @winkles


Support @heroism Initiative by Delegating your Steem Power

250 SP500 SP1000 SP2000 SP5000 SP

Heroism_3rd.png



Sort:  

Absolutely stunning, @winkles! This mandala art of the Indian map is so creative and unique. I love how you've combined traditional mandala designs with such a recognizable and meaningful symbol. The intricate details are mesmerizing, and the black and white contrast really makes it pop. Thank you for sharing the step-by-step process – it's fascinating to see how you bring your vision to life.

I'm sure many others will appreciate this beautiful piece as much as I do. What inspired you to choose the Indian map as your subject? I'm curious to know more about the thought process behind this brilliant artwork. Keep creating and sharing your amazing art with us!