লঙ্কান বাহিনীদের দাপুটে জয়!
হ্যালো বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। সবাইকে আন্তরিক শুভেচ্ছা জানিয়ে আজকের ব্লগটি শুরু করছি। |
---|
Image Created by AI
আজকে আপনাদের সাথে খেলাধুলা বিষয়ে একটি পোস্ট শেয়ার করে নেবো। গতকাল এশিয়া কাপের আরো একটা ভালো খেলা হয়ে গেলো। যদিও এটা একেবারে ভালো খেলা বলা যায় না, মোটামুটি পর্যায়ে খেলা চলে। আর খেলায় তখনই মজা থাকে, যখন কম রান করা সত্বেও একটা টানটান উত্তেজনা থাকে। কিন্তু যখন এক টিম কষ্ট করে অল্প রান করে, তখন অন্য টিম দুই বাড়ি দিয়ে রান তুলে ফেলে, তখনই মনে হয় মাঝপথে খেলার আসল উত্তেজনা শেষ হয়ে গেলো। গতকাল বাংলাদেশ আর শ্রীলঙ্কার মধ্যে ম্যাচটা ছিল।
এর আগে যে ম্যাচটা জিতেছিল, সেটাতে তেমন প্রতিযোগিতার কোনো ব্যাপার ছিল না। সহজে ম্যাচ বের করতে পেরেছিল। তবে বাংলাদেশ আর শ্রীলঙ্কা উভয় টিমের অবস্থা যে খুব একটা ভালো তা নয়। শ্রীলঙ্কা রিকভার করে উপরে চলে আসলেও বাংলাদেশ বরাবরের মতো পেছনে পড়ে আছে । আমি এমনিতেও এদের সম্ভাবনা শ্রীলঙ্কার সামনে খুবই কম পেয়েছিলাম আর সেটাই হলো। যদিও এই আবু ঢাবি মাঠের পিচের এমনিতেই একটা সমস্যা আছে, যেটা আগের একটি ম্যাচে বলেছিলাম। এই পিচে ঘাস কম, প্রায় নেই বললেই চলে।
আর এতে পরে ব্যাটিং করলে একটা সুবিধাও পাওয়া যায়। শ্রীলঙ্কা টস জিতে পরিস্থিতি মোকাবেলা করতে পরে ব্যাটিং এর সিদ্ধান্ত নেয়। তবে বাংলাদেশ ব্যাটিং করতে আসলে প্রথমেই একজন আউট হয়ে যায় । ওপেনার দুজনেই জিরো রানে আউট হয়ে যায়। একটা বাড়তি পেসার পড়ে যায় পরবর্তী ব্যাটসম্যানদের জন্য। লিটন আসলেও কোনো কাজ হয়নি, কারণ তার সাথে পরের দুইজন সাথে ছিল, কিন্তু পরোক্ষনে আউট হয়ে যায়। লিটন তারপরেও ধরে ধরে খেলে যাচ্ছিল। কিন্তু তাতেও কিছু হয়নি, কারণ শেষের দিকে এসে আউট হয়ে যায়। কিন্তু বেশি রান তৈরী করতে পারিনি।
আমি এই অবস্থা দেখে ভেবেছিলাম হয়তো এটা বোলিং পিচে পরিবর্তন হয়ে গেছে। বাংলাদেশের আসলে ১০০ রান তোলা দুষ্কর ছিলো, কিন্তু জাকের আলী আর শামীম না ধরলে আসলেই আউট হয়ে যেতো। এদের দুইজনের বড়ো পার্টনারশিপ এর কারণে আজকে সম্মানটা বেঁচে গেলো। আর শ্রীলঙ্কা তো এসেই মার শুরু করে দিয়েছিলো, তবে এদেরও উইকেট পড়ছিল। কিন্তু উঠে উঠে এক ঝটকায় ম্যাচ ঠিক করে ফেল, অর্থাৎ রান রেট ১০ করে ফেলে।
এর পরের থেকে প্রত্যেকেই মেরে খেলেছে, এই রান মাত্র কয়েক ওভারের মধ্যে তুলে ফেললো। বাংলাদেশের আসলে বোলিং সাইট আরেকটু উন্নত করা দরকার। এমনিতেও এই ম্যাচে ফিল্ডিং খারাপ করেছে আর বোলিং এর দিকে কোনো বাউন্স, লেন্থ নেই । এমনিতেই কম রান আর তারপর ৬ ওভার বাকি থাকতে ম্যাচ জিতে যায়। একটা বড়ো ব্যবধানে হেরেছে। উঠবে কিনা জানিনা, কিন্তু এই নেট রান রেট-এ বড়ো ইফেক্ট ফেলবে।
শুভেচ্ছান্তে, @winkles
250 SP | 500 SP | 1000 SP | 2000 SP | 5000 SP |

