অভিষেক-গিলের সুপার ঝোড়ো ইনিংস!
হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। সবাইকে আন্তরিক শুভেচ্ছা জানিয়ে আজকের ব্লগটি শুরু করছি। |
---|
Image Created by AI
আজকে আপনাদের সাথে খেলাধুলা বিষয়ে একটি পোস্ট শেয়ার করে নেবো। গতকাল সুপার ৪ এর সবথেকে বড়ো ম্যাচ ছিল। এমনিতেই ভারতের সাথে যেকোনো ম্যাচ পাকিস্তানের হলে সেটা বড়ো ম্যাচ অর্থাৎ একপ্রকার যুদ্ধের ময়দান হিসেবে বিবেচিত হয়ে যায়। ম্যাচটা খেলা হয়েছে দুবাইয়ে আর সত্যি বলতে এই দুবাইয়ে এতো গরম যে, খেলোয়ারদের অবস্থা খারাপ হয়ে যায়। ইন্ডিয়া গতকাল ম্যাচে টস জিতে আগে ফিল্ডিং এর সিদ্ধান্ত নেয় এবং পাকিস্তানকে আগে ব্যাটিং এর সুযোগ দিয়ে থাকে। তুলনামূলক দুবাইয়ের এই পিচ একটু স্লো ছিল। আর এই ধরণের পিচে কোনো পেচ বোলার উপযুক্ত না, সেটা বোলিং এর ক্ষেত্রে বোঝা গিয়েছে।
প্রথম দিকে হিসেবে ওপেনার থেকে শুরু করে খেলাটা ভালো স্মুথ শুরু করা গেলেও পরবর্তীতে গিয়ে অনেকটা স্লো হয়ে যায়। গতকাল পাকিস্তান ওপেনে এসে পাওয়ার প্লে ওভারে ভালো শুরু করেছিল, তবে আমাদের ইন্ডিয়াও প্রেসার ক্রিয়েট করতে পারতো, যদি ফারহান এর প্রথম ক্যাচটা ধরতে পারতো। আর ঠিক পরেই আরো একটা ক্যাচ ওঠে ফাকার এর, কিন্তু সেটাও মিস করে। কালকে ম্যাচে ভারতের অসম্ভব বাজে ফিল্ডিং ছিল। এতো ক্যাচ মিস আগে কখনো হয়নি, তাও আবার পাকিস্তানের সাথে। পাকিস্তানের অনেক ব্যাটসম্যান অনেক জীবনদান পেয়েছে, বেশ কিছু সহজ ক্যাচ ছিল, সেগুলোও মিস গিয়েছে।
তবে পাকিস্তানের এই ফারহানের উঠে উঠে দুটো ক্যাচ মিসের অনেক বড়ো মাশুল গুনতে হয়েছে। কারণ এখানে পাকিস্তানকে ধরে দিতে পারলে প্রায় ৪০ রানের মতো সেভ হয়ে যেত, আর ফারহান একজন ভালো ব্যাটসম্যান আর শেষে গিয়ে সেট ব্যাটসম্যানের আউট করা অনেকটা চাপের হয়ে যায়। দলের আর কেউ সেভাবে ভালো রান করার সুযোগ পায়নি, ফলে এখানে একজনের জন্য রান অনেকদূর চলে গিয়েছে, তবে এই রান আরো আগে আটকাতে পারতো, যদি আরো একটা ক্যাচ মিস না করতো। আর তাছাড়া এই স্লো পিচে তো একটু চাপ হয়েও যায় এই রানে। তবে এটা ধরে নেওয়া হয়েছিল যে, অভিষেক আর গিল যদি পাওয়ার প্লে ওভারে ঝোড়ো ইনিংস খেলতে পারে, তাহলে এই রান ২০ ওভারের আগেই কভার হয়ে যাবে অর্থাৎ ১৬-১৭ ওভারের মধ্যেই।
ওপেনে সত্যিই তাই শুরু করেছিল দুইজনেই। ব্যাটে পাকিস্তানকে কড়া জবাব দিয়েছে। অভিষেক আর গিল দুইজনেই সমান তালে শুরু করে দিয়েছিলো। দুইজনে ১০০ রানের পার্টনারশীপ করে দিয়ে গিয়েছিলো অর্থাৎ ম্যাচ বের করে দিয়েছিলো ১০ ওভারে। হিসেবে সেই অনুযায়ী এই ম্যাচ ১৬ ওভারে শেষ হয়ে যাওয়া উচিত। তবে গিলের আউট হয়ে যাওয়ার পরে রানের গতি অনেকটা ডাউন হয়ে গিয়েছিলো। গিলের যে আউটটা হয়েছিল, সেটার বলের লেন্থ মারাত্মক ছিল। বাকিরা আরেকটু ভালো ব্যাটিং করলে অনেক আগেই ম্যাচ শেষ হয়ে যেত। তাও যাইহোক, ১ ওভার বাকি থাকতে ম্যাচ বেরিয়ে গিয়েছে। ভারতের ব্যাটিংটা হয়েছে আতশবাজির মতো ঝোড়ো।
শুভেচ্ছান্তে, @winkles
250 SP | 500 SP | 1000 SP | 2000 SP | 5000 SP |


আমি গত কালকের ম্যাচের শুরুর দিকের কয়েকটা ওভার দেখেছিলাম শুধু। পাকিস্তান মোটামুটি পাওয়ার প্লেতে ভালোই শুরু করেছিল । তবে ইন্ডিয়া যে এরকম ক্যাচ মিস করবে এটা ভাবাই যায় না। যাই হোক এত কিছুর পরেও ইন্ডিয়া জয় লাভ করেছিল এটাই বড় বিষয়। খুবই ভালো লাগলো দাদা আপনার পোস্টে গতকালকের ম্যাচটি রিভিউ পড়ে।