আমরা বড়লোক হয়েছি। সে কারণ এ তাদেরকে আমাদের দেখতে হবে। আমরা মধ্যবিত্ত, কারণ আমাদের তাদের খেয়াল রাখতে হবে। আর এতে করে যেমন সৃষ্টিকর্তার মন পাওয়া সম্ভব। ঠিক তেমনটাই ওই মানুষগুলোকে সাহায্য করাটাও সম্ভব। কিন্তু আমরা আসলে সেই বোধশক্তিটাই যেনো হারিয়ে ফেলেছি। গরিবদের যে আমাদের প্রয়োজন, সেটাই আমরা দিন দিন ভুলতে বসেছি।
তবে তার মাঝেও অনেক এক্সেপশনাল কেস রয়েছে। অর্থাৎ এমন অনেক মানুষ রয়েছে। যারা গোপনে গরীবদের জন্য এতো বেশি করে। যেটা হয়তো আমরা ভাবতেই পারি না। কিন্তু সে মানুষগুলোর সংখ্যা বর্তমানে খুবই কম। অর্থাৎ যারা গরিবদের জন্য কোনো কিছু করে। তাদের সংখ্যাটা অনেকটা কম। কিন্তু যারা গরিবদের হক আদায় এ বিন্দু পরিমান আগ্রহ দেখায় না। তাদের সংখ্যাটাই আমাদের সমাজে অনেকটা বেশি। যার কারণেই আমাদের সমাজের গরিবদের এতোটা কষ্টে থাকে। আর তার জন্যে আমরাই দায়ী!
".