এখানে আমি বলব মেশিন দিয়ে তেল এই পাম্পটি সবচেয়ে সেরা৷ কারণ মেশিন এ শুধু তেল দিয়ে পানির পাম্প চালানো হয়, এর জন্য মাঠের যেকোনো জায়গাতে বসানো যায়৷ তবে মটর দিয়ে বিদ্যুৎ ব্যবহারে পাম্পটি যেখানে সেখানে বসানো যায় না, কারণ এখানে তার ব্যবহার করতে হয়, উন্নত মানের, এছাড়া তার নষ্ট হওয়ার সম্ভাবনা রয়েছে, এজন্য এই মেশিন দিয়ে বানানো পাম্পটি ভালো
আপনার সাথে আমি একমত। "ভালো" পর শেষে দাড়ি হবে। hungry-griffin কে মেনশন করা বন্ধ করুন।
ওকে ভাইয়া আর মেনশন দিব না৷