লাইভে এসে নাসিরের রহস্য ফাঁস করলেন সুবাহ

in Steem Bangladesh4 years ago

received_4094919080542008.webp
গত ১৪ ফেব্রুয়ারি ভ্যালেন্টাইনস ডেতে কেবিন ক্রু তামিমা তাম্মিকে বিয়ে করে ক্রিকেটার নাসির। তাদের জমকালো বিয়ের অনুষ্ঠানে ছবি উষ্ণতা ছড়িয়েছে সামাজিক যোগাযোগমাধ্যমে। এরপর বিয়ের বৈধতা নিয়ে উঠেছে নানা প্রশ্ন, বিতর্ক যেন থামছেই না।

কিন্তু এক সপ্তাহ পূর্ণ না হতেই জানা গেল নাসিরপত্নীর আগে আরেকটি বিয়ে হয়েছিল। তামিমার সাবেক স্বামী রাকিব হাসান। তার দাবি, তামিমা তাকে ডিভোর্স না দিয়েই নাসিরকে বিয়ে করেছেন।

বিষয়টি সামাজিক যোগাযোগমাধ্যমে একের পর বিতর্কের জন্ম দিচ্ছে। আগের স্বামীকে তালাক না দিয়ে নাসিরকে বিয়ের অভিযোগে আবারো ফেসবুক লাইভে এসে নবদম্পতির ওপর চটেছেন নাসিরের সাবেক প্রেমিকা নায়িকা সুবাহ।

মঙ্গলবার সুবাহ তার ফেসবুক পেজে এসে নাসির-তামিমার বিতর্কিত বিয়ে নিয়ে ক্ষোভ প্রকাশ করেন। এ সময় তিনি নাসির হোসেনকে দুশ্চরিত্রবান বলেও আখ্যায়িত করেন। তিনি বলেন, তামিমার মতো মেয়েদের জন্য সমাজ নষ্ট হচ্ছে।

এদিকে আজ ক্রিকেটার নাসির হোসেন ও তার স্ত্রী তামিমা সুলতানা তাম্মির নামে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ জসিমের আদালতে তাম্মির পূর্বের স্বামী রাকিব হাসান বাদি হয়ে একটি মামলা করেন।