Movie Review|| The Girl On The Train 🎬 || Movie 2021 || 22 May 2021

in Steem Bangladesh4 years ago (edited)

আসসালামু আলাইকুম
আমি @sajjadsohan from Bangladesh
আজ ২২ই মে, শনিবার।


হ্যালো বন্ধুরা সবাই কেমন আছেন? আশা করি সবাই ভাল আছেন, আমিও আপনাদের দোয়ায় ভাল আছি।
আজকে আমি পরিনীতি চোপড়ার একটি মুভি রিভিউ করব।


Parineeti-Chopra-01.jpg

source


পরিণীতির অভিনয় আমার খুব ভালোলাগে, তিনি অসাধারণ অভিনয়ের মাধ্যমে গল্পের ক্যারেক্টারগুলোকে খুব সুন্দর ভাবে ফুটিয়ে তুলতে পারে।


The Girl On The Train 🎬


এই মুভিটি একটি নোবেল বই ও একটি হলিউড মুভির রিমেক।

নোবেল বই: The Girl On The Train
হলিউড মুভির: The Girl On The Train
হলিউড মুভি: The Girl On The Train


একই নামে আপনি একটি বই, বলিউড এবং হলিউড মুভি ও পাবেন।


মুভির তথ্য


Movie NameThe Girl On The Train
Directed byRibhu Dasgupta
Produced byVivek B. Agrawal,Shibashish Sarkar
Story byRibhu Dasgupta
Edited bySangeeth Varghese
Release date26 February 2021
CountryIndia
Distributed byNetflix

source


মুভির ঘটনা


মুভির শুরুতে, পরিণীতি চোপড়া উকিল ছিলেন। তিনি একজন আন্ডারওয়ার্ল্ডের সন্ত্রাসের সাথে ঝামেলায় জড়িয়ে পড়েন একটি মামলার মাধ্যমে। তার কারণে সন্ত্রাসীর ধরা পড়ে, এবং সন্ত্রাসী আত্মহত্যা করেন। এখান থেকেই শুরু হয় আমাদের পরিণীতি চোপড়া জীবনের অশান্তির শুরু।


মুভিতে আমরা দেখতে পাই পরিনীতি চোপড়ার পিছু কিছু লোক লেগে থাকে। পরিনীতি চোপড়া প্রেগনেন্ট ছিলেন একদিন তিনি তার স্বামীর সাথে গাড়িতে করে বাসায় যাচ্ছিলাম, ঠিক তখন ঐ সন্ত্রাস দলের কিছু লোক এসে তাদের গাড়ির অ্যাক্সিডেন্ট করায়। অ্যাক্সিডেন্টে কেউ মারা না গেলেও পরিনীতি চোপড়া তার বাচ্চাকে হারায়।


পরিনীতি চোপড়া তার বাচ্চাকে হারিয়ে। অ্যালকোহলিক হয়ে যায়, সে প্রচুর পরিমাণ ড্রিংস করতে থাকে। এর ফলে সে তার স্বাভাবিক জীবন হারায়, তার স্বামীর সাথে ডিভোর্স হয়ে যায়। এলকোহল থাকে সবার থেকে আলাদা করে তোলে।

তিনি একজন ভাল মানের উকিল হওয়া সত্বেও, তার এরূপ আচরণের জন্য বেশিদিন চাকরি করতে পারেন না । চাকরি না করার পরেও তিনি প্রতিদিন ট্রেন দিয়ে ভ্রমণ করতেন। ভ্রমণ করার সময় সে প্রতিদিন একটি বাড়ির মেয়ের দিকে তাকিয়ে থাকতো। এবং কল্পনায় সে মেয়েটিকে নিজের রুপে দেখতো। বিবাহিত ছিল মেয়েটি কিন্তু সব সময় খুশি থাক এটি দেখে পরিনীতি চোপড়ার খুব ভালো লাগতো।


এইভাবে প্রতিদিন মেয়েটির দিকে খেয়াল রাখত পরিনীতি চোপড়া, ততদিনে পরিনীতি চোপড়ার একজন মানসিক রোগী হিসাবে রূপ ধারণ করে। হঠাৎ একদিন তার নজর রাখা মেয়েটি অন্য একটি ছেলের সাথে রেখে, পরিনীতি খুব তৃপ্ত হয়ে যায় এবং তাকে খুন করার প্ল্যান করে ফেলে।


155430-zqpibwxwdn-1614252414.jpg

source


সে ওই মেয়েটিকে খুন করার জন্য তার বাসা পর্যন্ত যায়। কিন্তু তার একটি প্রবলেম হচ্ছে সে প্রতিদিনের ঘটনা প্রতিদিন ভুলে যায়। তাই সে খুন করতে যাওয়ার পরও তার মনে নেই যে সে একটি মেয়েকে খুন করে ফেলেছে।


The-Girl-on-the-Train-aditi-rao-hydari-759.jpg

source


খুন হয়ে যাওয়া মেয়েটির খুনের সন্ধানে একজন ইন্ডিয়ান মহিলা পুলিশকে নিয়োগ দেয়া হয়। তিনি ঘটনাস্থলে সিসি ক্যামেরা এবং অন্যান্য তথ্য প্রমাণের মাধ্যমে বারবার প্রমাণ করতে চাই যে হত্যাকাণ্ড পরিনীতি চোপড়ার করেছে।


953853-parineetichopra-avinashtiwary-thegirlonthetrain.jpg

source


মুভির শেষের ভাগে এসে দেখা যায়, পরিণীতি চোপড়াকে অ্যালকোহলিক এবং মানসিক রোগী করার পেছনে তার হাজবেন্ডের হাত রয়েছে। কারণ তিনি আরো অনেকগুলো মেয়ের সাথে রিলেশনশিপে রয়েছে। এজন্য সে চায় তার স্ত্রীকে ডিভোর্স দিতে। তাই সে তার স্ত্রীকে একজন পাগল হিসেবে সমাজের কাছে পরিচয় দিয়ে। ডিভোর্স দিয়ে অন্য মেয়েকে বিয়ে করে।


1614667163844.jpg

source


মুভিতে যে পুলিশ হিসেবে ছিল, সে আত্মহত্যা করার ওই সন্ত্রাসীর মেয়ে। বাবার মৃত্যুর বদলা নেয়ার জন্য, সে এই হত্যাকাণ্ড গুলো করেছে এবং উকিল পরিনীতি চোপড়া জীবন ধ্বংস করার জন্য উঠেপড়ে লেগেছে।


Movie-Review-The-Girl-On-The-Train-3-500x300.jpeg

source


পরিনীতি চোপড়া যখন বুঝতে পারেন অ্যালকোহল তার জীবনে ধ্বংস নিয়ে আসছে। তারপর সে অ্যালকোহল খাওয়া ছেড়ে দেয়, এবং আশেপাশে মানুষের সাথে মিশে থাকে। এবং একটি ফটোগ্রাফার এই পেজটি ফলো করছিল তার সাথে পরিনীতি চোপড়ার দেখা হয়। ফটোগ্রাফার টি মৃত্যুর আগে তার বাড়ির ঠিকানা টি দিয়ে যায়। তার বাসায় গিয়ে পরিনীতি চোপড়া বুঝতে পারেন তার হাজবেন্ড সবকিছুর মূলে রয়েছে, এবং পুলিশের আসল পরিচয় পেয়ে যায়।


তখন সে তার বুদ্ধিমত্তা দিয়ে তার হাসবেন্ড এবং ওই মহিলা পুলিশকে একটি বাড়িতে হত্যা করেন।


alone-in-train-4k-3f-1125x2436.jpg

source

তারপর সে তার অতীতকে ভুলে। নতুন একটি ট্রেনে উঠেছেন, নতুন জীবন শুরু করে, নতুন একটি যাত্রার মাধ্যমে।




Official Trailer


IMDb: 4.4
Personal reteing: 7


Movie link: https://www.imdb.com/title/tt8907992/

•´¯•. 🎀 𝐸𝓃𝒹𝒾𝓃𝑔 🎀 .•¯´•

Sort:  

Onk sundor kore review disen

thank u api

 4 years ago 

Onek sundor

ধন্যবাদ

 4 years ago 

সুন্দর লিখেছেন৷ আমি মুভি তেমন একটা দেখি না৷ তাই ধারণা কম

Thank u vai💕💕💕💕

 4 years ago 

খুব সুন্দর করে উপস্থাপন করেছো ভাই।
ভালো হয়েছে।

তোমাকে অসংখ্য ধন্যবাদ ভাই🖤🖤🖤