Contest:Heartwarming stories 🥰🥰 children with sports.
✅ শিশুরা কীভাবে ভাষা শেখে এবং এতে বাবা-মায়ের ভূমিকা কী?
প্রত্যেকটা শিশুই তার বাবা-মার কাছ থেকে ধীরে ধীরে বাবা-মার ভাষাগুলো শিখতে থাকে। মায়ের কোল থেকেই প্রত্যেকটা শিশু তার জীবনে চলার অনেক কিছু শেখে। পৃথিবীতে অনেক ভাষার লোক রয়েছে। সে শিশু যে বাসার পায়ের ফুলে জন্মগ্রহণ করে সে বাসায় শিখে তাকে বড় হতে হয়। মা বাবা যেভাবে ছোট থেকে ইশারা ইঙ্গিত আচার ব্যবহার দিয়ে ছেলে মেয়েকে শিক্ষা দেয় ছেলে মেয়ে বা শিশুরা সেভাবেই শিখে বড় হয়। পৃথিবীতে সব থেকে শিশুদের প্রতি বড় অবদান থাকে তার বাবা মার। প্রত্যেক মা-বাবার কাছ থেকে আচার ব্যবহার এবং ভাষা ধারা প্রত্যেকটা শিশু প্রভাবিত হয়ে থাকে। এক কথায় মা বাবার অবদান পৃথিবীতে শিশুর ভাষা শেখার জন্য খুবই গুরুত্বপূর্ণ।
✅ প্রাথমিক শিক্ষায় শিশুরা কী কী চ্যালেঞ্জের মুখোমুখি হয়?
ছোট থেকে শিশুরা প্রাথমিক শিক্ষার জন্য অনেক অনেক চ্যালেঞ্জের মুখোমুখি হতে হয়। প্রত্যেক শিশুর এক রকমের গতিবিধি নিয়ে বড় হয় না। কিছু শিশু থাকে খুবই চঞ্চল। এবং কিছু শিশু থাকে খুবই ধীরগতির। তাদের সেই আচরণ বিধির উপর নির্ভর করে তাদের শিক্ষা দিতে হয়। আমরা যারা গ্রামে বসবাস করি তাদের ক্ষেত্রে শিশুদের বড় হওয়া খুবই সহজ হয়ে যায়। কারণ গ্রামের খোলামেলা পরিবেশ বা এক উঠোনের পোলাপান আরেক উঠোনের সহজেই চলে আসতে পারে। যার কারণে শিশুরা একে অপরের সাথে সহজে মিশে খেলাধুলা করে মানসিক বিকাশ ঘটাতে পারে। যারা শহরে বা ফ্ল্যাটে বসবাস করে সেসব শিশুদের জন্য এরকম সুবিধা হয়ে থাকে না। তারা একটা ফ্লাটের মধ্যে বন্দী অবস্থায় বড় হয়ে ওঠে। খেলাধুলাও তাদের তেমন একটা করা হয় না। গ্রামের অনেক ছেলেমেয়ে একসাথে স্কুলে যেতে উৎসাহিত হয়ে থাকে। কিন্তু শহরের ছেলেমেয়েদের একসাথে স্কুলে যাওয়ার দৃশ্য খুবই কম। তাদের গার্ডিয়ানদের সাথে যেতে হয়। গ্রামের বাড়িতে গার্ডিয়ান না গেলেও চলে।
✅ বাবা-মা কীভাবে শিশুদের ভালো অভ্যাস গড়ে তুলতে সাহায্য করতে পারেন?
প্রত্যেক মা-বাবার কিছু আত্মবিশেষিত গুণ রয়েছে। সেই বোনের মাধ্যমে প্রত্যেকটা বাবার মা তাদের শিশুদেরকে বিভিন্ন অভ্যাস হয়ে গড়ে তুলতে সক্ষম হন। যার যেরকম অভ্যাস তার শিশুদেরকে সেরকম অভ্যাস বা আরো ভালো অভ্যাসে বড় করতে চেষ্টা করে থাকেন। প্রত্যেকদিন সকালে বাবা-মা সকালে ঘুম থেকে ওঠার সাথে সাথে শিশুদেরও ঘুম থেকে জাগিয়ে তোলেন। সেই সাথে তাদের সকালে কোরআন শিক্ষার ভালো অভ্যাস গড়িয়ে তোলে। মা বাবা নামাজে হলে শিশুগুলো নামাজে দিকে মনোযোগী হয়। সুন্দর সুন্দর কথা বলে শিশুদেরকে সুন্দর কথা বলার অভ্যাস গড়ে তুলতে পারে। খাবার খেতে ভালো অভ্যাসগুলো বেছে বেছে শিখিয়ে ছেলেদের কে বা শিশুদেরকে ভালো খাবারের অভ্যাস গড়িয়ে তুলতে পারে। অন্য শিশুদের সাথে ভালো আচরণ করতে বলার মাধ্যমে ভালো আচরণ শিক্ষা দিতে পারে। প্রত্যেকটা শিশু তার প্রকৃত অভ্যাস তার বাবা মার কাছ থেকে শিখে থাকে।
Source
প্রত্যেকটা শিশুর তার নিজস্ব গুণাবলী দিয়ে বড় হতে পারে না। শিশুর বড় হওয়ার পিছনে বাবা মার আচরণই মুখে বিষয়। সে সাথে পরিবারের অন্যান্য সদস্যের আচরণ ধারাও শিশু প্রভাবিত হয়ে থাকে। সকল বাবা-মা এবং পরিবারের অন্যান্য সদস্যরা চাই শিশুটির বড় হয়ে একজন ভালো আদর্শ মানুষ হোক। সকলের উচিত প্রত্যেকটা শিশু তার নিজস্ব রুচিতে বড় হয়ে উঠুক। প্রত্যেকটা শিশুর নিজস্ব সত্তা রয়েছে। সেই সত্তাটাকে ভালোভাবে গড়ে তোলার দায়িত্ব তার বাবা-মার। আজকের এই প্রতিযোগিতাটি আমার কাছে খুবই ভালো লেগেছে। আমি যতটুক চেষ্টা করেছি সুন্দর করে গুছিয়ে উপস্থাপন করার জন্য। সকলকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানিয়ে এখানেই শেষ করলাম। সকলের প্রতি পুনরায় সালাম আসসালামু আলাইকুম ওরাহমাতুল্লাহি ওয়াবারাকাতুহ।
Hi @anisurr, Please you must share this post on Twitter (X). Check the post below to learn how to share your post on Twitter. This POST LINK is a guide to that effect.
Thank you for publishing an article in the Steem Kids & Parent community today. We have assessed your entry and we present the result of our assessment below.
MODs Comment/Recommendation:
You have highlighted the importance of sports for children. And only parents can teach children how to behave. You have written it in a very well organized way. Thank you.
Remember to always share your post on Twitter. This POST LINK is a guide to that effect.