RE: Child's Early Years - What Can Parents Do?
শিশু শিক্ষা বা প্রশিক্ষনের উপরে আপনার মহামূল্যবান লেখাটি পড়ে আমি খুবই অবাক ও অভিভূত হয়েছি। প্রথমত আপনার কথার গভীরে একটা কথা লুকিয়ে আছে একটা শিশুর প্রথম শেখার জায়গা হচ্ছে তার পরিবার। সমাজে, জীবনে সর্বক্ষেত্রে পথচলার পাথেয় হিসেবে পরিবারের শিক্ষা খুবই গুরুত্ব পূর্ন। আপনার যে কয়টি পয়েন্ট আমার মনের গভীরে স্পর্শ করেছে সেগুলো হলো
১.আপনি একজন অভিভাবক হিসেবে অতুলনীয় এবং আপনি একজন সুযোগসন্ধানী,সন্তানকে ভালো ভাবে শিক্ষা দেয়ার কোনো সুযোগই আসলে আপনি ছাড়েন নি এবং এতে করে তাদের শিক্ষার প্রতি অভ্যাস ও অনুরাগ খুব ছোটবেলা থেকেই গড়ে তুলছেন। প্রতিটা অভিভাবকেরই আপনার এই চিন্তাধারা অনুন্নত করা উচিৎ এতে সন্তানদের উপকৃত হবে।আপনার সন্তানদের জন্যে শুভকামনা।
২. এই পয়েন্টে আপনাকে বিশেষ সম্মাননা দিচ্ছি আমি তার কারন- শিক্ষা যদি এলোমেলো ভাবে সন্তান গ্রহনকরার করে তবে তার পরিমান হয় ভয়াবহ,ডে কেয়ার বা বিশেষ কোনো বিষয়ে এলোমেলো ভাবে শিক্ষা না দিয়ে পরিকল্পনা করে সুন্দর ভাবে শিক্ষা দেয়া ভালো। আমার দেশে একটা প্রবাদ আছে " অর্ধেক ও এলোমেলো কিংবা ভুল জানার চেয়ে না জানা ভালো"।আপনার চিন্তা সঠিক ও সুন্দর।
৩. পিতামাতা হিসেবে আসলে আমরা সন্তানের প্রথম ও শেষ আশ্রয়স্থল সন্তানের পাশে থেকে তাকে সময় দিয়ে প্রয়োজনে খেলাচ্ছলে তার আবেগ প্রকাশের শিক্ষা দিয়ে নানাবিধ প্রতিবন্ধকতা সে কিভাবে মোকাবেলা করবে তার পরিপূর্ন শিক্ষা দেয়ার কথা অনেক গুরুত্বপূর্ন একটা ব্যাপার। জেনারেশন গ্যাপ হয় সন্তান তার অনভূতি আমাদের কাছে প্রকাশ করতে দুর্বল হলে। তাছাড়া সন্তানের মানসিক স্বাস্থ্য বিকাশে আপনার মতামত আমার ভালো লেগেছে।
এতোবড় মন্তব্য করার জন্যে ক্ষমা চাচ্ছি আসলে এতো সুন্দর লেখা দেখে নিজেকে ধরে রাখতে পারিনি।
পরবর্তী আর্টিকেলের অপেক্ষায় থাকলাম।
What a breathtaking comment! It warms my heart to know that a lot of my friends like you find this content interesting and Educative. I do appreciate your meaningful contribution and I share this sentiment of yours 👇
You're absolutely correct and it's the responsibility of parents to stop or prevent a generation gap. Once again thank you for visiting my post.
আপনাকেও ধন্যবাদ! আমি আসলে আপনার সুন্দর চিন্তাধারা গুলো পড়ার লোভ সামলাতে পারি না। আসলে এতো সুন্দর গোছানো লেখা পড়ার আনন্দই অন্যরকম।ভালো থাকবেন সব সময়।
Thank you! And I wish you the same