You are viewing a single comment's thread from:

RE: One picture, a thousand stories-Wk14

আমার অন্তরের অন্তস্থল থেকে ধন্যবাদ জানাচ্ছি ব্লগটি হাতে সুন্দর ভাবে উপস্থাপন করার জন্য।নিঃসন্দেহে One Picture a Thousand Stories সিরিজের ১৪তম পর্বে তুমি অসাধারণ ভাবে ফুটিয়ে তুলেছ এক মুহূর্তের অন্তর্মুখী ভাব! ছবির এই রূপটি কেবল দৃশ্য নয়, বরং তার পেছনের অনুভূতি, পরিস্থিতি ও স্মৃতিকে স্থির করে রেখেছে।তোমার বর্ণনা যেমন মাধুর্যপূর্ণ, তেমনই সংক্ষিপ্ত অথচ হৃদয়স্পর্শী। এক ছবির মধ্যে হাজারো গল্প যেন লুকিয়ে আছে ,তুমি সেটাই পাঠকের সামনে উন্মোচন করেছ সহজ সরল ভাষায়। তোমার লেখা পড়ে মনে হলো, প্রতিটি শব্দই ছবির সঙ্গে এক গভীর সংযোগ গড়ে দিয়েছে।বিশেষ করে যেখানে তুমি অনুভূতির কথা বলেছো, সেই জায়গায় আমার মনে হলো, সেটিই সত্যিকারের এক ছবিতে হাজারো গল্প উপলব্ধি। এভাবে ছবি ও ভাষার মেলবন্ধন তৈরি করে তুমিই পাঠককে নিয়ে গিয়েছ ছবি এবং তার ঋজু আবেগের অসীম জগতে। আপনার জন্য শুভকামনা রইল এবং পরবর্তী আরো সুন্দর সুন্দর ব্লগ পড়ার অপেক্ষায় রইলাম।

Sort:  

আপনার এমন হৃদয়স্পর্শী মন্তব্য পেয়ে সত্যিই আপ্লুত।
"One Picture a Thousand Stories" সিরিজের এই পর্বে আমি যে অনুভূতিগুলো প্রকাশ করতে চেয়েছি, আপনি তা এত গভীরভাবে উপলব্ধি করেছেন—এটাই আমার সবচেয়ে বড় প্রাপ্তি।
আপনার প্রতিটি শব্দ আমার জন্য উৎসাহ ও প্রেরণার উৎস হয়ে থাকবে।

চেষ্টা করবো ভবিষ্যতের প্রতিটি পর্বে এই আন্তরিক সংযোগ আরও গভীর করতে।
আপনার শুভকামনার জন্য কৃতজ্ঞ এবং আপনার মতো সচেতন পাঠকের অপেক্ষায় থাকবো পরবর্তী পর্বেও।

অশেষ শুভেচ্ছা ও ধন্যবাদ 💛