RE: Child's Early Years - What Can Parents Do?
আপনার পোস্ট থেকে আমি এটা জানতে পেরে বেশ খুশি হয়েছি। যে আপনার পাঁচ বছরের ছেলেটি সাবলীলভাবে পড়তে পারে। এবং সে মৌখিক অংক গুলো খুব সহজেই করে নিতে পারে।
তার সাথে আপনি উল্লেখ করেছেন যে, আপনার তিন বছরের ছেলেটাও এর চেয়ে কম নয়। সে চার অক্ষরের শব্দ পড়তে পারে। এবং লিখতেও পারেন।
এখান থেকে আমি বুঝতে পারলাম। আপনি আপনার শিশুদেরকে ছোটকাল থেকেই অনেক সুন্দর ভাবে বড় করার চেষ্টা করেছেন। আপনি প্রথমেই উল্লেখ করেছেন, আপনি তাদেরকে টুকটাক অংক শেখানোর চেষ্টা করতেন। এবং তাদের খেলার ছলেই এই অংক গুলো শেখাতেন।
মাইক্রোম্যানেজ করা বাচ্চাগুলোর ক্ষেত্রে আপনি যেই বিষয়টা আমাদের সাথে তুলে ধরেছেন। আসলে এখানে আমাদের সতর্কতার খুব প্রয়োজন আছে।
আপনি একদমই ঠিক বলেছেন, আমরা চাই আমাদের শিশুগুলো সঠিকভাবে বেড়ে উঠুক। কিন্তু তাদেরকে খুব বড় কঠিন কোন কাজে ঠেলে দেয়া, আমাদের মোটে উচিত নয়।
আপনি একদমই ঠিক বলেছেন, প্রথম কয়েক বছর তারা নাটকীয়ভাবেই বৃদ্ধি পায়। তাদের এই সৃজনশীলতা সিনেমাটিক ভাবেই, তারা অনুশীলন করে।
একদমই ঠিক বলেছেন, আমরা আমাদের বাচ্চাকাচ্চার লালন পালন করার পাশাপাশি। তাদের সাথে খেলাধুলা করা ও প্রয়োজন। এতে করে তাদের ভবিষ্যতের যে বিকাশটা রয়েছে, সেক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।
আর হ্যাঁ আমি অবশ্যই আপনার পরবর্তী প্রতিবেদনের জন্য অপেক্ষায় রইলাম। আপনার পোস্ট পড়ে আমি প্রতিনিয়তই মুগ্ধ হয়ে যাচ্ছি। অসংখ্য ধন্যবাদ আপনাকে, আপনার জন্য অনেক অনেক শুভকামনা রইল।
Ah @rubina203 you're a good reader and I'm encouraged by your meaningful contribution and commendations on my posts. I'm just glad to learn that someone out there is always look up to my content. Thank you so much!