আমাদের প্রাণপ্রিয় প্রিয় নবীর শুভ আগমনও সকল খুশির ঊর্ধ্বে।

in All In One2 days ago

আমাদের প্রাণপ্রিয় প্রিয় নবীর শুভ আগমনও সকল খুশির ঊর্ধ্বে।কারণ আমরা ভালো করেই জানি আমাদের প্রিয় নবী সমগ্র সৃষ্টির জন্য রহমত। চাঁদ, সূর্য, আলো,বাতাস, যেমন বিধাতা সৃষ্টি করেছেন সার্বজনীন করে, সব মানুষের জন্য।তেমনি সকল রাষ্ট্রের জন্য, সকল জাতির জন্য, সমগ্র সৃষ্টির জন্য,প্রিয় নবীকে প্রেরণ করেছেন।

তাই এ প্রিয় নবী পৃথিবীতে শুভাগমন করাটা এটি আসলে অনেক খুশির ব্যাপার।আর এটি কত বড় খুশি সেটা বলে বোঝানো সম্ভব নয়। একটা উদাহরন সরুপ বলা যায় আমরা সাধারণত দুই ঈদে অনেক বেশি খুশি করি। এক হচ্ছে রমজানের ঈদ আরেকটি হচ্ছে কোরবানের ঈদ।

তবে এ দুটোই তো আসতো না যদি আমাদের প্রিয় নবীর শুভ আগমন না হতো। সেজন্য ওই দুটো ঈদেরও মুল ঈদ, ঈদে আজম। বা আমাদের প্রিয় নবীর শুভ আগমনের দিন।এই দিনটি প্রিয় নবীর আশেকানরা খুব সুন্দর ও জাঁকজমক ভাবে পালন করে থাকে।

Posted using SteemX

Sort:  
 2 days ago 

🎉 Congratulations!

Your post has been upvoted by the SteemX Team! 🚀

SteemX is a modern, user-friendly and powerful platform built for the Steem community.

🔗 Visit us: www.steemx.org

✅ Support our work — Vote for our witness: bountyking5

banner.jpg