Boc আর্ট :- গাছের উপরে মৌমাছির বাসার আর্ট

in Beauty of Creativitylast year

হ্যালো বন্ধুরা,

আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে ভালো আছি। আজকে আমি আপনাদের মাঝে নতুন একটি পোস্ট নিয়ে আসলাম। ভাবলাম আজকে আপনাদের মাঝে একটি আর্ট করে শেয়ার করবো। আসলে আমি অনেক আগে থেকেই বিভিন্ন ধরনের আর্ট করতে খুবই পছন্দ করি। বিশেষ করে কালারফুল এবং পেইন্টিং গুলো করতে খুবই পছন্দ করি। ইতিমধ্যে আমি এই প্লাটফর্মে বেশ কিছু আর্ট শেয়ার করেছি। প্রতিনিয়ত আমি নতুন নতুন বিষয় নিয়ে আর্ট করার চেষ্টা করি। তাই ভাবলাম এখন থেকে আপনাদের মাঝেও প্রতিনিয়ত আমার গুলো আর্ট গুলো শেয়ার করবো। আজকে আমি আপনাদের মাঝে খুব সুন্দর একটি কালারফুল আর্ট শেয়ার করব। আশা করি আজকের আর্ট আপনাদের সবার খুবই ভালো লাগবে।

IMG_20241011_095234.jpg

প্রয়োজনীয় উপকরণ

• আঁকার খাতা
• রং কলম
• রং করার তুলি
• রংয়ের প্লেট
• পানি

IMG_20231130_192500.jpg

বিবরণ :

প্রথমে আমি একটি সাদা পেজ নিলাম। তারপর গাছের একটি ঢাল এবং মৌমাছির একটি বাসা সুন্দর করে কালো মার্কার কলম দিয়ে দাগ টেনে এঁকে নিলাম।

IMG_20241005_200532.jpg

তারপর চারপাশে কিছু মৌমাছি কালো মার্কার কলম দিয়ে সুন্দর করে এঁকে নিয়ে নিলাম।

IMG_20241005_200851.jpg

তারপর হলুদ রং দিয়ে সুন্দর করে মৌমাছি বাসাটাকে রং করে নিয়ে নিলাম।

IMG_20241005_201151.jpg

তারপর চারপাশে মৌমাছি গুলোকে হলুদ এবং নীল রঙ কলম দিয়ে সুন্দর করে রং করে নিয়ে নিলাম।

IMG_20241005_201431.jpg

তারপর গাছে ঢাল পালার মধ্যে গাছের পাতাগুলোকে সুন্দর করে গারো সবুজ এবং হালকা সবুজ রং দিয়ে সুন্দর করে নিয়ে নিলাম।

IMG_20241005_201908.jpg

এভাবে আমি পুরো আর্ট কমপ্লিট করে ফেললাম। আশা করি আমার আজকের আর্ট আপনাদের। সবার পছন্দ হবে।

IMG_20241011_095234.jpg

পোস্ট বিবরণ

শ্রেণীআর্ট
ডিভাইসRedmi note 9
ফটোগ্রাফার@bdwomen
লোকেশনফেনী

IMG-20220603-WA0000.jpg


VOTE @bangla.witness as witness

witness_vote.png

OR

SET @rme as your proxy


witness_proxy_vote.png

ধন্যবাদ আমার পোস্ট ভিজিট করার জন্য

Sort:  
 last year 

আপু আপনি কিন্তু সব সময় ভিন্ন ধরনের আর্টওয়ার্ক করে থাকেন। বেশ ভালো আইডিয়া। গাছের ডালে মৌমাছির আটোয়ার্ক। খুবই সুন্দর হয়েছে।

 last year 

বাহ দারুন আর্ট করেছি, এ ধরনের আর্ট গুলো আমি অনেক বেশি পছন্দ করি কারণ এগুলো তৈরি করতে অবশ্যই ক্রিয়েটিভিটির প্রয়োজন। যাই হোক ধন্যবাদ এমন সুন্দর একটি পোস্ট আমাদের মাঝে শেয়ার করার জন্য।

 last year 

Beautiful painting, you did a great job