আর্থিক সংকট।।১০% বেনিফিশিয়ারি to @beautycreativity.

in Beauty of Creativity2 months ago

'বিসমিল্লাহির রাহমানির রাহিম'



আসসালামু আলাইকুম। অন্যান্য জাতির প্রতি আদাব বা নমস্কার। আশা করি সবাই মহান আল্লাহর অশেষ কৃপায় ভালো আছেন।আমিও আমার পরিবার পরিজন নিয়ে ভাল আছি। আপনারা সকলেই জানেন যে ইতিপূর্বে আমি অনেক সুন্দর সুন্দর ছবি আট আপনাদের মাঝে শেয়ার করেছি এবং ইদানিং সময় কিছু লেখালেখি শেয়ার করছি। যদি পাঠক মহলে আমার এই লেখাগুলো একটুও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন প্লিজ।

dollar-2584988_1280.png

Source

একদিকে যেমন আর্থিক সংকট তেমনি অন্যদিকে পারিবারিক চাহিদার অভাব। যতই দিন গড়াচ্ছে ততই আমাদের নিম্ন মধ্যবিত্ত মানুষদের পারিবারিক চাহিদা দ্রব্যমূল্যের সাথে বেড়েই চলেছে। কবে যে এই প্রতিকূল পরিবেশ অনুকূলে নিয়ে আসতে পারবো তা আর ভেবে পাচ্ছিনা।

একদিকে ছেলে -মেয়েদের লেখাপড়ার খরচ, অন্যদিকে চাল ডাল তরিতরকারি থেকে শুরু করে মাছ-মাংস , কাপড় চোপড় ওষুধপত্র ইত্যাদির খরচ। একটা মাল্টিন্যাশনাল কোম্পানিতে যে পারিশ্রমিক পাই সেটা দিয়ে এগুলো বহন করা দুরুহ হয়ে যাচ্ছে।

এটা শুধু আমার একার ক্ষেত্রেই নয়, আমার মনে হয় যারা আমার মতন এরকম একটা কোম্পানিতে চাকরি করেন তাদের ক্ষেত্রেও মনে হয় এরকমটা ঘটে থাকে। তবে হ্যাঁ যদি নিত্য প্রয়োজনীয় জিনিসপত্রের দাম হাতের নাগাল এর মধ্যে থাকতো তাহলেও হয়তোবা কিছুটা সমস্যার সমাধান হতো।

দিন দিন যে হারে জনসংখ্যা বেড়ে যাচ্ছে , সে হারে বসতভিটা জমি কমে যাচ্ছে, কর্মসংস্থান বাড়ছে না, ঐ দিকে তো দ্রব্যমূল্যের দাম তো আছেই। তাই আমার মতন যারা আছেন তারা তো আর্থিক সংকটে পড়বেনই। সুতরাং এগুলোর নিরসন আমাদেরকেই করতে হবে। আর এভাবেই আমরা সকলে আর্থিক সঙ্কট থেকে মুক্তি পাবো। তো বন্ধুরা আজ তাহলে এখানেই বিদায়।

"আল্লাহ হাফেজ"

BoC- line-1.png

| Thank | You |

IMG_20250511_141618_924.jpg

আমার পরিচয় 🇧🇩:-
মো:তোহিদুল ইসলাম।বাংলাদেশের উত্তরবঙ্গ জেলা গাইবান্ধা থেকে অতি সাধারণ এক মধ্যবিত্ত পরিবারের ছেলে। একটা মাল্টিন্যাশনাল কোম্পানিতে চাকরির পাশাপাশি ছবি আর্ট, লেখালেখি ভাল লাগে তাই চেষ্টা করি আপনাদের সাথে শেয়ার করার ।

BOC.png