বন্ধুরা, আজকের নতুন একটি ব্লগে তোমাদের সবাইকে স্বাগতম। আজকের ব্লগে তোমাদের সাথে সবুজে ঘেরা গ্রামীণ প্রকৃতির কিছু ফটোগ্রাফি শেয়ার করব। এই ফটোগ্রাফি গুলো কিন্তু এই বছরের নয়। এগুলো গতবছরের ফটোগ্রাফি। আমার ফোনের গ্যালারি ঘাটতে ঘাটতে হঠাৎ ফটোগ্রাফি গুলো আমার চোখে পড়লো। গত বছরে আমি একটি গ্রামের গেছিলাম গ্রামের নামটি আমার ঠিক এখন মনে নেই। কিন্তু সেখানকার চারপাশের প্রকৃতি অসম্ভব সুন্দর। সবুজে ঘেরা অপরূপ সুন্দর প্রকৃতি যা দেখে মুগ্ধ হওয়ার মতো। আমার এখনো মনে আছে আমার শেয়ার করা এই ফটোগ্রাফির প্রকৃতির সাথে আমি অনেকক্ষণ সময় উপভোগ করেছি। সবুজ ধানের ক্ষেতের মাঝে পায়ে হেটে চলা এ যেন এক অদ্ভুত শান্তির অভিজ্ঞতা। চারপাশে যেদিকেই তাকাচ্ছিলাম শুধু সবুজের আধিপত্য। ধানক্ষেত গুলো দেখে মনে হচ্ছিল দূর দূর থেকে যেন গালিচা বিছিয়ে দিয়েছে। প্রতিটা গ্রামেই এমন কিছু মুহূর্ত থাকে। যা আমাদের এই ব্যস্ত জীবনের ফাঁকে ফিরে দেখলে পুরো হৃদয় ভরে উঠে। ধানক্ষেত গুলোর পিছনে মনে হচ্ছিল যেন আকাশ ছুঁয়ে গেছে। মাঠের ভেতরে মেঘলা আকাশের ছোঁয়া সরু আলপথ আঁকাবাঁকা হয়ে চলা। এই সবকিছু যেন মনে শান্তি অনুভূতির জন্ম দেয়।যাইহোক, আমার ফোন গ্যালারির ফটোগুলো দেখতে দেখতে হঠাৎ সেদিনের করা এই ফটোগুলো আমার চোখে পড়ল। তাই ভাবলাম তোমাদের সাথে শেয়ার করে নেই। তাহলে আমার শেয়ার করা আজকের এই ফটোগ্রাফি গুলো দেখে নেওয়া যাক।






🎨পোস্ট বিবরণ🎨
শ্রেণী | ফটোগ্রাফি |
ডিভাইস | Samsung Galaxy M31s |
ফটোগ্রাফার | @ronggin |
লোকেশন | বারাসাত, ওয়েস্ট বেঙ্গল। |
বন্ধুরা, আজকে শেয়ার করা এই পোস্ট টি তোমাদের কেমন লাগলো তা কমেন্ট এর মাধ্যমে জানিও । সবাই ভালো থাকো, সুস্থ থাকো , সুন্দর থাকো ,হাসিখুশি থাকো , নিজের পরিবার নিয়ে সুখে শান্তিতে থাকো , সবার জন্য এই শুভকামনা রইল।
ধন্যবাদ সবাইকে

আমার পরিচয়
আমি সুবীর বিশ্বাস( রঙিন)। কলকাতার বারাসাতে আমি বসবাস করি। আমি স্টেট ইউনিভার্সিটি থেকে আমার গ্রাজুয়েশন কমপ্লিট করেছি, ইন্ডাস্ট্রিয়াল ফিস এন্ড ফিসারিস সাবজেক্ট নিয়ে। বর্তমানে আমি রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ে অধ্যানরত আছি। আমি ব্যক্তিগতভাবে একটু শান্ত স্বভাবের । চুপচাপ থাকতেই বেশি ভালোবাসি আমি। নতুন নতুন জিনিস শিখতে আমার খুব ভালো লাগে। মাঝে মাঝে আর্ট করা, ফটোগ্রাফি করা, রেসিপি করা , গল্প লেখা আমার বেশ ভালো লাগে। আমি স্টিমিটকে অনেক ভালোবাসি এবং সব সময় স্টিমিটে কাজ করতে চাই।

🌷🌷 সমাপ্ত 🌷🌷


https://x.com/ronggin0/status/1931762172956406127?t=nVe3c8OcRIyOtOY5rBd9EA&s=19