You are viewing a single comment's thread from:

RE: আমার কয়েকটি indoor plants এর ফটোগ্রাফি এবং সেগুলো সম্পর্কে কিছু বর্ণনা || 29 /04/2022 || 10% Beneficial to @BOC

in Beauty of Creativity3 years ago

image.png
প্রথমত ফটোগ্রাফি গুলো খুব সুন্দর হয়েছে। এবং উপস্থাপনাও অসাধারণ ছিল। এই গাছ আমি অনেক বার ঘরের মধ্যে লাগানোর চেষ্টা করেছি তবে বাঁচে না। কিছুদিন পর মরে যায়। তুমি কি করে বাঁচলে এটা জানা থাকলে অবশ্যই জানাবে। উপকৃত হব তাহলে।

Sort:  
 3 years ago 

বিভিন্ন গাছ বাঁচানোর জন্য বিভিন্ন উপায় অবলম্বন করতে হয়। কিছু কিছু গাছ আছে যেগুলো রোদে মারা যায় সেই গাছগুলোকে পরোক্ষভাবে সূর্যের আলো প্রদান করতে হবে। গাছগুলোতে মাঝে মাঝে জৈব সার ব্যবহার করতে হবে। নিয়মিত জল দিতে হবে অতিরিক্ত জল দেওয়া যাবে না ।এসব কিছু নিয়মকানুন পালন করলেই গাছগুলোকে সুন্দরভাবে বাঁচিয়ে রাখা যায়।