✅✅রঙ্গন ফুলের কুঁড়ির ফটোগ্রাফি!!BOC ✅✅
বিউটি অফ ক্রিয়েটিভিটির প্রিয় বন্ধুরা কেমন আছেন সবাই?আশা করি আপনারা সবাই ভালো আছেন।আমি @shahid420 বাংলাদেশ থেকে। আজকে আমি চলে আসলাম আপনাদের মাঝে একটি ফটোগ্রাফি পোস্ট নিয়ে।চলুন বন্ধুরা আমার আজকের ফটোগ্রাফি পোস্টটি দেখে নেওয়া যাক।
ফটোগ্রাফি করা সে তো আমার একটা নেশা। যেখানেই সুন্দর এবং দৃষ্টিনন্দন কোন কিছু চোখে পড়বে আমার সেই দৃশ্যটাই ফটোগ্রাফি করে নেওয়াটা আমার প্রবল ইচ্ছা গুলোর মধ্যে একটি। তবে ফটোগ্রাফি করতে ভীষণ ভালো লাগে আমায়। আর সেই ফটোগ্রাফি গুলি আপনাদের মাঝে শেয়ার করতে আরও বেশি ভালো লাগে। সবথেকে বেশি ভালো লাগে যখন সেই ফটোগ্রাফি গুলি আপনাদের ভালো লাগে। আর সেগুলো থেকে পজিটিভ রেসপন্স পাই তখন ভীষণ ভালো লাগে। আর ঠিক তখনই সেগুলো সার্থক বলে মনে হয়, যখন শুনি সেগুলো আপনাদেরও ভালো লেগেছে। আর ফটোগ্রাফি করতে আরো বেশি উৎসাহ পাই। যাই হোক চলুন আমার করা আজকের ফটোগ্রাফি গুলি দেখে নেওয়া যাক।
রঙ্গন ফুল সম্পর্কে আমরা প্রত্যেকেই জানি। আবার রঙ্গন ফুল আমাদের দেশের প্রায় প্রতিটি মানুষের কাছেই অনেক বেশি জনপ্রিয়। সেই প্রেক্ষিতে আমার কাছেও তার বিপরীত কিছু নয়। আমার কাছেও রঙ্গন ফুল ভীষণ পছন্দের। তবে আমরা অনেকেই জানিনা রঙ্গন ফুল ফোটার আগে এই রঙ্গন ফুলের কুঁড়ি কেমন হয়ে থাকে। তাই ভাবলাম আজকে আপনাদের সাথে রঙ্গন ফুলের কুড়ি এর ফটোগ্রাফি শেয়ার করব। বন্ধুরা আজকে আমার ফটোগ্রাফি পোস্ট এর আয়োজন হলো রঙ্গন ফুলের কুড়ি কে নিয়ে। কুড়িগুলো দেখতে একদম লম্বা আকৃতির হয়ে থাকে। তথা গোড়ার দিকে চিকন এবং উপরের অংশ মোটা থাকে। লম্বা ডাটা থাকে। আর একটু একটু কাঁচা কালারের হয়ে থাকে। ফুল ফুটলে তখন ভিন্ন কালারে রূপ নেয়। কুড়ি অবস্থাতেও রঙ্গন ফুলের কোন সুগন্ধ থাকে না। কুড়িগুলি খুবই ঘন ঘন এবং গোছালো ভাবে থাকে। আমি এই ফটোগ্রাফি গুলি করেছিলাম ঢাকার শ্রীরামপুর থেকে। আশা করি আমার ফটোগ্রাফি গুলি আপনাদের ভালো লাগবে।
বন্ধুরা আজকের মত পোস্টটি এখানেই সমাপ্ত করছি এবং আপনাদের থেকে ভালো মন্তব্য গুলো আশা করছি ।দেখা হবে পরবর্তী পর্বে নতুন বিষয় নিয়ে ।আল্লাহ হাফেজ।
Device | Redmi12 |
---|---|
Country | Bangladesh |
Location | Rangpur, Bangladesh |
vote@bangla.witness as a witness
X PROMOTION
https://x.com/mdetshahidislam/status/1955799232172187889?t=urT2lC_XqAPXyH0_VztjKw&s=19
Rangan Phul (flowers) are so popular in my village. We often see them along fences. They have a lasting burst of bright color. Their beauty makes any spot shine so much.