✅✅মালটার ফটোগ্রাফী।।✅✅
বিউটি অফ ক্রিয়েটিভিটির প্রিয় বন্ধুরা কেমন আছেন সবাই?আশা করি আপনারা সবাই ভালো আছেন।আমি @shahid420 বাংলাদেশ থেকে। আজকে আমি চলে আসলাম আপনাদের মাঝে একটি ফটোগ্রাফি পোস্ট নিয়ে।চলুন বন্ধুরা আমার আজকের ফটোগ্রাফি পোস্টটি দেখে নেওয়া যাক।
ফটোগ্রাফি করা সে তো আমার একটা নেশা। যেখানেই সুন্দর এবং দৃষ্টিনন্দন কোন কিছু চোখে পড়বে আমার সেই দৃশ্যটাই ফটোগ্রাফি করে নেওয়াটা আমার প্রবল ইচ্ছা গুলোর মধ্যে একটি। তবে ফটোগ্রাফি করতে ভীষণ ভালো লাগে আমায়। আর সেই ফটোগ্রাফি গুলি আপনাদের মাঝে শেয়ার করতে আরও বেশি ভালো লাগে। সবথেকে বেশি ভালো লাগে যখন সেই ফটোগ্রাফি গুলি আপনাদের ভালো লাগে। আর সেগুলো থেকে পজিটিভ রেসপন্স পাই তখন ভীষণ ভালো লাগে। আর ঠিক তখনই সেগুলো সার্থক বলে মনে হয়, যখন শুনি সেগুলো আপনাদেরও ভালো লেগেছে। আর ফটোগ্রাফি করতে আরো বেশি উৎসাহ পাই। যাই হোক চলুন আমার করা আজকের ফটোগ্রাফি গুলি দেখে নেওয়া যাক।
বন্ধুরা আজকে আবারো চলে আসলাম নতুন আরো এক ফটোগ্রাফি এপিসোড নিয়ে।আজকের ফটোগ্রাফির বিষয় হলো ফল।ফল বরাবরই সবাই খেতে পছন্দ করে।তবে আজকে যে ফলের ফটোগ্রাফি শেয়ার করেছি সে ফলের নাম হলো মালটা।মালটা আর কমলার পার্থক্য টা সকলেই বুঝে ।কমলা আর মালটার মধ্যে পার্থক্য অনেকেই বুঝেনা।
কমলা এবং মালটা দুটোই কমলা কালারের হয়ে থাকে।তবে মালটার মধ্যে আরো এক ধরনের জাত আছে সেই জাত কেও মালটা বলা হয়।আমার শেয়ার করা মালটা টিই হলো অন্য জাত টি।এই মালটার কালার হয়ে থাকে কাচা কালারের।গাছ গুলো লম্বা হয়ে থাকে অনেক বড়।মালটা ধরে থোকায় থোকায়।কমলা কালারের মালটা টি আমাদের দেশে না হওয়ায় সবাই এখন এই মালটার চাষাবাদ করে থাকে।উৎপাদন ও মোটামুটি ভালো হয় এবং এটি লাভজনকও বটে।
খেতে ভীষণ স্বাদের এবং রসালো হয়। পাকার মত কালার আসলে খেতে আরো বেশি ভালো লাগে।আমি এই মালটার ফটোগ্রাফী করেছিলাম গাজীপুরের একটি নার্সারি থেকে।যাইহোক বন্ধুরা এই ছিলো আমার আজকের আয়োজন আশা করি আপনাদের ভালো লাগবে।
বন্ধুরা আজকের মত পোস্টটি এখানেই সমাপ্ত করছি এবং আপনাদের থেকে ভালো মন্তব্য গুলো আশা করছি ।দেখা হবে পরবর্তী পর্বে নতুন বিষয় নিয়ে ।আল্লাহ হাফেজ।
Device | Redmi12 |
---|---|
Country | Bangladesh |
Location | Rangpur, Bangladesh |
vote@bangla.witness as a witness
X PROMOTION
https://x.com/mdetshahidislam/status/1952540669387657344?t=zE2WCQn2xJlQLjvI3uRu6w&s=19
A fruit rich in vitamin C. You have photographed Malta very well.The photographs were quite clear.Thank you very much for expressing your feelings.