হিবিস্কাস রোজা ফুলের চমৎকার কিছু ফটোগ্রাফি।।BOC ✅✅
বিউটি অফ ক্রিয়েটিভিটির প্রিয় বন্ধুরা কেমন আছেন সবাই?আশা করি আপনারা সবাই ভালো আছেন।আমি @shahid420 বাংলাদেশ থেকে। আজকে আমি চলে আসলাম আপনাদের মাঝে একটি ফটোগ্রাফি পোস্ট নিয়ে।চলুন বন্ধুরা আমার আজকের ফটোগ্রাফি পোস্টটি দেখে নেওয়া যাক।
ফটোগ্রাফি করা সে তো আমার একটা নেশা। যেখানেই সুন্দর এবং দৃষ্টিনন্দন কোন কিছু চোখে পড়বে আমার সেই দৃশ্যটাই ফটোগ্রাফি করে নেওয়াটা আমার প্রবল ইচ্ছা গুলোর মধ্যে একটি। তবে ফটোগ্রাফি করতে ভীষণ ভালো লাগে আমায়। আর সেই ফটোগ্রাফি গুলি আপনাদের মাঝে শেয়ার করতে আরও বেশি ভালো লাগে। সবথেকে বেশি ভালো লাগে যখন সেই ফটোগ্রাফি গুলি আপনাদের ভালো লাগে। আর সেগুলো থেকে পজিটিভ রেসপন্স পাই তখন ভীষণ ভালো লাগে। আর ঠিক তখনই সেগুলো সার্থক বলে মনে হয়, যখন শুনি সেগুলো আপনাদেরও ভালো লেগেছে। আর ফটোগ্রাফি করতে আরো বেশি উৎসাহ পাই। যাই হোক চলুন আমার করা আজকের ফটোগ্রাফি গুলি দেখে নেওয়া যাক।
বন্ধুরা আজকে আপনাদের সাথে শেয়ার করে নেব পিন কালারের হিবিস্কাস রোজা ফুলের কিছু ফটোগ্রাফি।পিং কালারের হিবিস্কাস রোজা ফুল একটি অপূর্ব সৌন্দর্যের প্রতীক। এই ফুলটি তার কোমল গোলাপি আভা দিয়ে যেন প্রকৃতির ক্যানভাসে রঙের ছোঁয়া এনে দেয়। আমাদের দেশসহ পৃথিবীর বিভিন্ন স্থানে এটি শোভা বর্ধনের জন্য অনেক জনপ্রিয়। গোলাপি হিবিস্কাস ফুল সাধারণত সকাল থেকে ফুটে থাকে এবং দিনের আলোয় তার সৌন্দর্য আরো উজ্জ্বল হয়ে ওঠে। ফুলটির বড় আকার, কোমল পাপড়ি এবং মৃদু রঙ মানুষের মনে শান্তি ও আনন্দের অনুভূতি জাগায়। বিশেষ করে বাগান, বারান্দা বা রাস্তার ধারে এই ফুল ফুটলে পরিবেশে ভিন্নরকম আবহ তৈরি হয়।হিবিস্কাস ফুলের অনেক প্রকারভেদ আছে, তবে গোলাপি রঙের প্রজাতি আলাদা আকর্ষণ তৈরি করে। এই ফুল গরম ও আর্দ্র আবহাওয়ায় ভালো জন্মে এবং সাধারণত চিরসবুজ গাছে ফোটে। এর পাতা সবুজ, চকচকে ও ডিম্বাকৃতি, যা ফুলের সৌন্দর্যকে আরও বাড়িয়ে তোলে। মানুষ শুধু সৌন্দর্যের জন্যই নয়, ঔষধি গুণের জন্যও এই ফুলকে মূল্যায়ন করে। হিবিস্কাস ফুল দিয়ে চা তৈরি করা হয়, যা স্বাস্থ্যের জন্য উপকারী বলে ধরা হয়। এতে ভিটামিন সি, অ্যান্টিঅক্সিডেন্ট ও অন্যান্য পুষ্টি উপাদান থাকে, যা শরীরকে সতেজ রাখে এবং রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে।
পিং হিবিস্কাস ফুল অনেক সংস্কৃতিতে ভালোবাসা, সৌন্দর্য ও শান্তির প্রতীক হিসেবে ধরা হয়। কেউ কেউ এটিকে শুভ লক্ষণ হিসেবেও মানেন। ফুলটি উপহার হিসেবেও ব্যবহার করা যায়, যা ভালোবাসা ও বন্ধুত্বের বার্তা বহন করে। সার্বিকভাবে বলা যায়, পিং কালারের হিবিস্কাস রোজা ফুল প্রকৃতির এক অসাধারণ উপহার, যা শুধু পরিবেশকে নয়, মানুষের মনকেও আলোকিত করে। চলুন বন্ধুরা ফটোগ্রাফি গুলি দেখে নেওয়া যাক।
বন্ধুরা আজকের মত পোস্টটি এখানেই সমাপ্ত করছি এবং আপনাদের থেকে ভালো মন্তব্য গুলো আশা করছি ।দেখা হবে পরবর্তী পর্বে নতুন বিষয় নিয়ে ।আল্লাহ হাফেজ।
Device | Redmi12 |
---|---|
Country | Bangladesh |
Location | Rangpur, Bangladesh |
vote@bangla.witness as a witness
https://x.com/mdetshahidislam/status/1962137081863696747?t=IzsC9RhGEm5VbGmWXHYMzg&s=19