ফরমালিনমুক্ত কমলালেবুর ফটোগ্রাফি|| 10% beneficiary @beautycreativity

in Beauty of Creativity22 days ago

17.07.2025

প্রিয় স্টিমিয়ান বন্ধুগণ,

সবাই কেমন আছেন? আশা করি মহান সৃষ্টিকর্তার অনুগ্রহে সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ! মহান সৃষ্টিকর্তার অনুগ্রহে আমিও ভালো আছি।যেহেতু ফটোগ্রাফি করতে আমি ভালোবাসি তাই আজকেও নতুন একটি ফটোগ্রাফি নিয়ে হাজির হলাম।হাতে একটি স্মার্টফোন থাকবে অথচ ফটোগ্রাফি করবো না তা হবেনা। বরং ফটোগ্রাফির মাধ্যমে নিজের ভালো লাগাকে পরিপূর্ণতা দিতেই হবে।আর এজন্যই আমি প্রতিনিয়ত নতুন কিছু নিয়ে ফটোগ্রাফি করে থাকি।ভালো লাগা থেকেই আজকেও আমি ফটোগ্রাফি করেছি।আশা করছি আমার করা আজকের ফটোগ্রাফি আপনাদের ভালো লাগবে।

IMG_20250717_183457_822.jpg

আজকে আমি আপনাদের মাঝে কমলালেবুর ফটোগ্রাফি শেয়ার করবো। কমলালেবু আমার প্রিয় ফল। মানব শরীরের জন্য একটি উপকারী ফল।রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করতে, হৃদরোগের ঝুঁকি কমাতে ও হজমশক্তি বৃদ্ধি সহ বেশকিছু শারীরিক সমস্যা দূর করতে কমলালেবু গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।বর্তমানে কমলালেবু বাংলাদেশের মাটিতে চাষ করে কৃষকরা বাণিজ্যিকভাবে লাভবান হচ্ছেন।বাজারে বিক্রি হ‌ওয়া কমলালেবু নিয়ে আমাদের মনের মধ্যে বহু রকমের জল্পনা কল্পনা রয়েছে। সবাই মনে করেন যে, বাজারে দোকানে বিক্রি হ‌ওয়া কমলালেবু সম্পূর্ণ ফরমালিনযুক্ত। কিন্তু! বাংলাদেশের মাটিতে যে কমলালেবু বাণিজ্যিকভাবে চাষ হচ্ছে,তা সম্পূর্ণ ফরমালিনমুক্ত। আজকে আমি এমন একটি কমলা বাগানের পাশে দিয়ে যাওয়ার সময় সম্পূর্ণ ফরমালিনমুক্ত কমলালেবুর কিছু ফটোগ্রাফি করেছি।আমরা প্রত্যেকেই যদি ফরমালিনমুক্ত ফলের চাষ বাড়াতে পারি,তাহলে সুস্থ থাকবে বাংলাদেশ ও বাংলাদেশের জনগণ।এমন আশা নিয়েই আজকে আমি ফরমালিনমুক্ত কমলালেবুর ফটোগ্রাফি আপনাদের মাঝে শেয়ার করলাম। আশা করি কমলালেবু নিয়ে আমার করা ফটোগ্রাফি আপনাদের ভালো লাগবে।

IMG_20250717_183322_057.jpg
IMG_20250717_183358_100.jpg
IMG_20250717_183411_286.jpg
IMG_20250717_183431_295.jpg

লোকেশন

Photography Details

Device
Infinix Hot 30i
Location
Jhenaidah, Bangladesh
Captured By
@shihabuddin48
আমি মোঃ শিহাব উদ্দিন। আমার স্টিমিট আইডি @shihabuddin48 ।আমি একজন বাংলাদেশী নাগরিক। আমার বাড়ি ঝিনাইদহ সদর উপজেলার অন্তর্গত গান্না ইউনিয়নে।আমি পেশায় একজন মাদ্রাসা শিক্ষক।আমি শিক্ষকতার পাশাপাশি ফটোগ্রাফি করতে ভালোবাসি। এজন্য প্রতিনিয়ত আমি নতুন নতুন ফটোগ্রাফি করে থাকি।এর বাইরেও ব‌ই পড়াও আমার নেশা।আমি দিনের একটি নির্দিষ্ট সময় প্রতিদিন অধ্যায়ন করে থাকি। সকলের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে আজকের মতো এখানেই শেষ করছি।


সবাইকে ধন্যবাদ।