বর্ধমান মেডিকেল হাসপাতালে বাবাকে ডক্টর দেখাতে যেয়ে জনপ্রিয় হোটেলে খাওয়া
হ্যালো বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন, আমি আজ গতকালের বর্ধমান ভ্রমনের কিছু মুহূর্ত শেয়ার করবো। বিশেষ করে কার্জন গেটের কাছে নিউ গোপাল হোটেলের খাওয়ার হোটেলের অভিজ্ঞতা শেয়ার করবো।
গতকাল খুবই ভোরে উঠেছিলাম। রাত ৩ টার দিকে উঠে ফ্রেশ হয়ে বাবাকে নিয়ে সাইকেল করে প্রথমে আমাদের পালসিট স্টেশনে গেছিলাম। তারপর আমরা ট্রেনের জন্য অপেক্ষা করে ট্রেনে চেপে বর্ধমান স্টেশনে পৌছালাম। গতকাল মূলত বর্ধমান হসপিটালে গেছিলাম বাবাকে ডক্টর দেখাতে। তারপর দীর্ঘ লাইন টেনে টিকিট করে আবার লাইন টেনে ডক্টর দেখালাম। সেখান থেকে কার্জন গেটে আসলাম। কিছুটা পথ হেটে নিউ গোপালের হোটেলে গেলাম। বর্ধমানের খুবই জনপ্রিয় একটা হোটেল। খুবই কম খরচে নানাবিধ খাবার দেয়। আমার বাবা সবজি ভাত ও টক দই খেয়েছিলো। আমি সবজির সাথে ডিম ভাত খেয়েছিলাম। তারপর টক দই খেয়েছিলাম। গতকালের খাবারের মেনু ছিলো - ঝুরঝুরে আলু ভাজি, আলু ভর্তা,পোস্ত আলু, বেগুনি, ডাল,কাঁঠালের এচড়ের তরকারি এবং ডিমের তরকারি এবং টক দই। সকল খাবার মোটামুটি ভালোই ছিলো। খাওয়া দাওয়া শেষ করে আমরা সামান্য কিছু কেনা কাটা করে ট্রেন এবং সাইকেল দ্বারা বাড়ি ফিরলাম। গতকাল রাতের মেনু হিসাবে বেগুন দিয়ে পাঙ্গাস মাছের মাথা খেয়েছিলাম। পাঙ্গাস মাছ ভাজি ও পেঁয়াজ দিয়ে খেয়েছিলাম। এভাবেই গতকাল কেটে গেছিলো অনেক ব্যস্ত একটা দিন উপভোগ করে।
ফোটোগ্রাফার @simaroy
লেখক : @simaroy
ক্যামেরা : রেডমি নোট ১০ প্রো ম্যাক্স
Regards @simaroy
https://x.com/simaroy100/status/1915031358306746759
Congratulations!
Your post has been manually upvoted by the SteemPro team! 🚀
This is an automated message.
If you wish to stop receiving these replies, simply reply to this comment with turn-off
Visit here.
https://www.steempro.com
SteemPro Official Discord Server
https://discord.gg/Bsf98vMg6U