গ্রামে জ্বালানির উদ্দেশ্য কাঠ সংগ্রহের অপরূপ দৃশ্য
হ্যালো বন্ধুরা সবাই কেমন আছেন, আশা করি সবাই ভালো আছেন। আজ আপনাদের গ্রাম বাংলার জীবনযাত্রায় কঠিন সংগ্রামের কিছু মুহূর্ত শেয়ার করবো। গ্রাম বাংলার মানুষের জীবন যাত্রায় মধ্যে কাঠ সংগ্রহ জীবন ধরণের একটা অংশ বলতে পারেন।
আমরা ৬ বছর বর্ধমানে বসবাস করছি। আমাদের বাড়ি থেকে এক কিলোমিটার দূরে ১০০ এর মতো তাল গাছ আছে। ওই গাছ গুলি থেকে অনেকেই জ্বালানির জন্য কাঠ সংগ্রহ করে থাকে। প্রথমে বসবাস করার শুরুতেই আমাদেরও অনেকেই তাল বাগান থেকে কাঠ সংগ্রহ করার কথা বলায় আমরা সেখান থেকে কাঠ সংগ্রহ করি। কাঠ সংগ্রহ করা খুবই একটা সহজ কাজ নয়। ভীষণ কঠিন পরিশ্রম করে কাঠ সংগ্রহ করতে হয়। তাল কাঠ ভীষণ ধারালো হওয়ার কারণে খুবই সতর্কতার সাথে সংগ্রহ করতে হয়। আমার বাবা গাছ থেকে কোড়া দিয়ে তাল কাঠ নামাই এবং তারপর আমি এবং আমার মা সংগ্রহ করে থাকি।
এই বছর প্রচুর বৃষ্টি হওয়ার কারণে রাস্তায় প্রচুর কাঁচা হওয়ার ধরুন আমরা মাথায় করে তাল কাঠ সংগ্রহ করতে পারে নি। সেই কারণে তাল গাছ থেকে তাল কাঠ সংগ্রহ করে এক সাথে বেঁধে কয়েকটা বোঝা তৈরি করে আমরা জলে ছেড়ে দেয়। তারপর বাড়ির সামনে জলের স্রোতে এসে গেলে আমার বাবা এবং আমরা সবাই সংগ্রহ করি। আশা করি গ্রামের এই দৃশ্য খুবই উপভোগ করবেন।
ফোটোগ্রাফার @simaroy
লেখক : @simaroy
Regards @simaroy
https://x.com/simaroy100/status/1969610913717371060
এমন সুন্দর দৃশ্যগুলো একমাত্র গ্রামেই দেখা সম্ভব। আপনার ফটোগ্রাফিতে ফুটে ওঠা দৃশ্যটি গ্রামের ঐতিহ্য বহন করে।এমন নান্দনিক সৌন্দর্যের ফটোগ্রাফি উপহার দেওয়ায় আপনাকে ধন্যবাদ।
আপনার সুন্দর গঠনমূলক মন্তব্যর জন্য ধন্যবাদ। বন্ধু