You are viewing a single comment's thread from:

RE: 7 липня 2025 року. Привіт!

আপনার লেখাটি পড়ে সত্যিই মনটা আনন্দে ভরে গেল। কত সুন্দরভাবে জীবনের নানা দিক—কাজ, মাতৃত্ব, আত্মউন্নয়ন, বন্ধুত্ব এবং ভ্রমণ—সবকিছু একত্রে তুলে ধরেছেন! প্রতিটি অনুচ্ছেদ যেন জীবনের একটি নতুন গল্প বলে।

ইতালিতে প্রথমবার যাওয়ার উত্তেজনা, Ukraine Recovery Conference-এ অংশগ্রহণের গুরুত্ব, ড্রাইভিং শেখার আত্মবিশ্বাস, নতুন বাড়ির ঘর গোছানোর খুঁটিনাটি, আর সন্তানের জন্য আপনার প্রস্তুতি—সবকিছুই এত আন্তরিক ও বাস্তবভাবে লেখা যে মনে হলো যেন চোখের সামনে সব কিছু ঘটছে।

আর যেভাবে আপনি নিজেকে ভালোবাসছেন, নিজেকে সময় দিচ্ছেন, বন্ধুদের সঙ্গে সময় কাটাচ্ছেন, সেটি সত্যিই অনুপ্রেরণাদায়ক। কঠিন সময়েও আপনি যেভাবে জীবনের সুন্দর মুহূর্তগুলো খুঁজে নিচ্ছেন, সেটা এক অসাধারণ মানসিক শক্তির প্রমাণ।

আপনার আগামী দিনগুলো হোক শান্তি, সাফল্য আর আনন্দে ভরপুর। ইতালির ট্রিপ শুভ হোক, আর ছোট্ট অতিথির আগমন নিয়ে আগাম অভিনন্দন ও শুভকামনা।

Sort:  
 last month 

Thanks!