You are viewing a single comment's thread from:

RE: "SLC-S24/W4 - Powerful Debate | Deal or No Deal".

in Ladies Universe3 months ago

যদিও যুগ যুগ ধরে ছেলেরাই সাধারণত পরিবারের দায়িত্ব নিয়ে থাকে তবে বর্তমান যুগে মেয়েরা পড়াশোনা এবং নিজের যোগ্যতাকে প্রাধান্য দেয়। যার কারণে মেয়েরাও চায় নিজে যোগ্যতায় কিছু ইনকাম করে খরচ করতে এবং স্বামীকে সাপোর্ট করতে। এটা আমার কাছে খুব ভালো লাগে অন্যের উপর নির্ভরশীল না থেকে মেয়েরা নিজেরাও কিছু করতে পারে।আমিও নিজে ইনকাম করে আমার স্বামীকে সাহায্য করি, এতে করে আমার স্বামীর সম্মান আরো বেড়ে যায়। কারণ তিনি নিজেকে অনেক সৌভাগ্য মনে করে এই ভেবে যে তার স্ত্রী নিজস্ব যোগ্যতা আছে এবং সে স্বাধীনভাবে চলতে পছন্দ করে। আলহামদুলিল্লাহ আমাদের দাম্পত্য জীবন খুবই সুখের। ফিনান্সিয়াল সাপোর্ট আমরা একে অপরকে দিলেও আমরা কখনো কেউ কাউকে ছোট করে দেখি না।আপনার চিন্তাভাবনাকে আমি সম্মান জানাই। আপনার পোস্ট খুব সুন্দর হয়েছে ভাইয়া। আপনার জন্য শুভকামনা।