সাজ্জাদ ভাই আগেই এই মসজিদে আসছিল আমার এলাকায় কিন্তু আমাকে বলেনি। এই সুন্দর মসজিদ আমাদের বাড়ি থেকে ৮ কিলোমিটার দূরে অবস্থিত নিজেদের এলাকায় বলতে পারেন। আমি তো আপনাকে দাওয়াত দিয়েছি গোপালপুর আসার জন্য।আপনি তারপর এখানে আমার শ্রদ্ধেয় @solaymann ভাই @max-pro ভাই আছে দাওয়াত রইলো।
বুঝলাম সুন্দর। কিন্তু নিজেদের এলাকায় এরকম সুন্দর মসজিদ থাকতেও আপনারা দাওয়াত দেননা। এটা কি হারকিপ্টামি থেকেও কম?
এটা শুশান্তর এলাকা 😶
হ আমার এলাকা কিন্তু এলাকায় আইসা ঘুইরা যান তারপরও আমার সাথে যোগাযোগ করেন না বাটপার।
যা বোঝার বুঝে গেছি। দু'জনেই এক গোয়ালের মানুষ 😆
না ভাই আমি ছোট মানুষ না বুঝে কি বলে ফেলেছি 😌
ভয় পেয়েছেন? 😆
ভাই আমরা টাঙ্গাইল এর পোলা আমাদের দেখে সবাই এমনেই ভয় পায়😎 কি আর বলব😉
সাজ্জাদ ভাই আগেই এই মসজিদে আসছিল আমার এলাকায় কিন্তু আমাকে বলেনি। এই সুন্দর মসজিদ আমাদের বাড়ি থেকে ৮ কিলোমিটার দূরে অবস্থিত নিজেদের এলাকায় বলতে পারেন। আমি তো আপনাকে দাওয়াত দিয়েছি গোপালপুর আসার জন্য।আপনি তারপর এখানে আমার শ্রদ্ধেয় @solaymann ভাই @max-pro ভাই আছে দাওয়াত রইলো।
তাইলে ৪-৫ জনের একটা মিটআপ হয়ে যাক, গোপালপুরে। কী বলেন @solaymann vai @max-pro vai
আমার সমস্যা নাই হয়ে যাক 😚
বড়লোক্স ভাই কিছু বলে না কেন
❤️🥰