মাছে ভাতে বাঙালি ,,,
আসসালামুয়ালাইকুম
কেমন আছেন সবাই?
আশা করি ভালোই আছেন।
মাছে ভাতে বাঙালি । কথাটা আজ প্রমানিত করার জন্য আমি বদ্ধ পরিকর।
আমার মাছ ধরার অনুভূতি আজ শেয়ার করবো আপনাদের সাথে।
আজ খুভ ভোর বেলায় আমায় ডেকে তুললেন কাকু। আমি উঠবো না। কিন্তু আমাকে উঠতেই হবে।কি যন্ত্রনা।
শেষ মেস আমি উঠেই গেলাম।আমার হাতে একটি জাল ধরিয়ে দেওয়া হলো। কি অসাধারন মুহূর্ত। আমি কোনো রকম সংকোচ করলাম না।হাতে নিয়েই ঝাপিয়ে পড়লাম আমাদের ছোট পুকুরে।
হালকা ঠান্ডা লাগছে তবুও ভালোই লাগছে বিশুদ্ধ বাতাসে পানিতে ভিজতে।এমন কখনো নেমেছেন পানিতে??
আচ্ছা না নামলে ক্ষতি নেই।আমি নিজে নামছি।তবে মাছ ধরতে আমার ভয় লাগে।একবার যদি ধরতে পারি ইসস এতো আনন্দ পায় আমি ব্যক্ত করার ভাষা হারিয়ে ফেলছি।
আমি পুকুরের কোনায় এসে জাল ফেললাম যেটাকে বলে ক্ষেপ দেওয়া।
হঠাৎ জাল টানার অনুভূতি পেলাম।ওয়াও অয়াও কি একটা বেধেছে জালে।আমি পানিতে নেমে হাতিয়ে দেখি বিশাল একটা মাছ।আমি মহা খুশি।।কাকু বল্লো আগে মাছ টা ধরে উপরে আনতে না হলে পড়ে যাবে।আমি মাছের লেজ আর মাথা ধরে উপরে এসে দেখি একি এটা বিশাল একটি মাছ।।।।।
দেখুন কি ভাবে তাকিয়ে আছে আমার দিকে??
মনে হচ্ছে আমাকে ধরবে।আচ্ছা বলেনতো,,,,,
এই মাছের নাম কি?
=কষ্ট করতে হবে না। আমি বলে দিচ্ছি এটার নাম পাঙ্গাস মাছ।
জাল উঠিয়ে কয়েকবার আবার জাল ফেললাম এবং কয়েকটা তেলাপিয়া পেলাম।আমি অনেক খুশি।তবে আমার কাকুরা এমন অনেক মাছ পেয়েছে।দেখবেন??
এই রোজার মধ্যে জাল দিয়ে মাছ ধরে আমারা কিলান্ত। আমি বিশ্রাম নিচ্ছি কিন্তু তারা মাছ ধরেই চলেছে।এদের অনেক সাহস আর ধৈর্য আর আছে মাছ ধরার নিশা।এদের মাছ ধরার কৌশল আলাদা।আমি এদের মত অতটা দক্ষ না।তাই আমি কম মাছ পেয়েছি।
কেউ আহত হয় নাই আমার পায়ের নিচে কেটে গেছে। তবুও আমি অনেক খুশি এত মাছ পাওয়ার জন্য।
আপ্নারা ছবিতে মাছ ভাগাভাগির দৃশ্য দেখতে পাচ্ছেন। কয়েক শরিকের পুকুর তাই কয়েক ভাগ করতে হবে।।এই ভাগা ভাগিতে আমার দাদি ওস্তাদ।তার বরাবরের মত সে ভাগ করে দিল।
এখন কাজ হচ্ছে জাল ধুয়ে রৌদ্রে দেওয়ার সেই কাজ টা আমাকে কাকু দেখিয়ে দিছে আমি সেই ভাবে করেছি।নিশ্চিত আমি ভালো করেছি এটা আমার ধারনা।
কেমন লাগলো এই মাছ ধরার অনুভূতি।
কমেন্টে জানাবেন। আমি অপেক্ষায় থাকবো।
ধন্যবাদ এতো কষ্ট করে এটা পড়ার জন্য।আশা করি বরাবরের মত আমার পাশে থাকবেন।
আবারো ধন্যবাদ।
Atik
This post has been upvoted through Steemcurator09.
Team Newcomer- Curation Guidelines for April 2023
Curated by - @ashkhan
Thank you sir.your support help me to create new thing.