The dairy game - (90th day 17/10/2025)Today's work is different from the work I did today.

in Steem For Bangladesh18 hours ago (edited)

IMG_20251018_050758.jpg

Bismillahir Rahmanir Rahim.
Assalamu Alaikum wa Rahmatullahi wa Barkatuhu.

Dear friends,
I hope you are all well with the infinite mercy of Allah Almighty. I am also well and healthy to accept your prayers and the infinite mercy of Allah Almighty.

IMG_20251017_150756.jpg

IMG_20251017_150750.jpg

IMG_20251017_150747.jpg

Today's Friday, so the work is different, that is, today I got up for Fajr prayer, prayed, recited Tasbeeh and Tahlil, went out for a while, after going out, I came home, did all the work that needed to be done according to my schedule, after that I took a little rest, after that I did all the work that I did according to the Sunnah Tariqa, I did not go on Fridays, cut my fingernails, cut my toenails, trimmed my mustache, cleaned my clothes and finished all the work that was given to me.

IMG_20251017_150242.jpg

IMG_20251017_150233.jpg

Then I took a bath, performed ablution and put on my first clothes. I slowly started towards the mosque with perfume, if the mosque where we have the five-day prayer is offered, we have not started Friday prayers yet, maybe in the future, if Allah wills, we can start. So we have to go to a nearby mosque and go there to offer our Jumma prayers, it takes about ten minutes to go. I reached the mosque and when I got to the mosque, I saw that a foreign congregation was coming, the congregation was from Pakistan. A Pakistani elder was giving a sermon and I was sitting and listening.

IMG_20251017_145443.jpg

Then I performed the Sunnah prayer, then the Farz prayer, then the Farz prayer, then the Sunnah prayer, and then I prayed some prayers to Allah, and then I started towards home. When I came home, I left my clothes and clothes, ate and rested for a while. Then I went to Shukkurtala market to buy some bamboo. I saw it many times there. Then I bought 11 bamboos for about 1800 taka. After buying the bus, the fare said that I have to pay 10 taka for food every month. Then I paid 110 taka for the fare, and there I paid 105 taka. Then I paid the car rent, so 300 taka. Then I came and prayed Maghrib and Isha prayers, came home and checked on the cows, then I put the cow's coil on, after that I cleaned it, fed it, ate and slept. Then I prayed and prayed and slept, that's all for today, Allah is the Hafez.

বিসমিল্লাহির রহমানির রহিম।
আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়াবারকাতুহু।

প্রিয় সাথী বৃন্দ,
আশা করি আপনারা সবাই ভাল আছেন মহান আল্লাহ তাআলার অশেষ মেহেরবানীতে। আমিও আপনাদের দোয়া এবং মহান আল্লাহতালার অশেষ মেনে নিতে ভালো আছি সুস্থ আছি।

আজকে যে সমস্ত কাজ করে দিনটা কাটালাম।

আজকের জুম্মাবা তাই এর কাজকর্ম ধরানো ভিন্ন হয় অর্থাৎ আজকে আজকে আমি ফজরের নামাজ উঠে নামাজ পড়ে তসবি তাহলীল করে একটু বাহির হইলাম বাহির হওয়ার পর বাড়িতে আসলাম আমার শিডিউল মত যে কাজগুলো করা দরকার সেই সমস্ত কাজ করলাম করার পরে একটু রেস্ট নিলাম নেওয়ার পরে সুন্নত তরিকায় যে সমস্ত কাজকর্ম করা শুক্রবারে যাব না হাতের নখ কাটা পায়ের নখ কাটা গোঁফ ছোট করা কাপড়চোপড় পরিষ্কার করা এবং তারই দেওয়া সব কাজ করে শেষ করলাম।

এরপর গোসল করে ওযু করে প্রথম পোশাক পড়ে। সুগন্ধি মাখিয়ে ধীরে ধীরে মসজিদের দিকে রওনা হলাম যদি আমাদের মসজিদ রয়েছে সেই মসজিদে পাঞ্জেগানা নামাজ পড়া হয় শুক্রবার নামাজ এখনো আমরা শুরু করি নাই হয়তোবা ভবিষ্যতে আল্লাহ যদি চায় শুরু করতে পারি। তাই আমাদেরকে পার্শ্ববর্তী একটা মসজিদে যেতে হয় আর সেখানে গিয়ে আমাদের জুম্মার নামাজ পড়তে হয় যাইতে প্রায় দশ মিনিট সময় লাগে। মসজিদে গিয়ে পৌঁছলাম এবং মসজিদে গিয়ে দেখি যে একটা বিদেশি জামাত আসছে জামাতটা হলে পাকিস্তানের। পাকিস্তানি এক মুরুব্বী বয়ান করিতেছে বসে শুনতে ছিলাম।

এরপর সুন্নত নামাজ এরপর ফরজ নামাজ ফরজ নামাজ পড়ে আবার সুন্নত নামাজ পড়ে আল্লাহর কাছে কিছু দোয়া প্রার্থনা করে আবার বাড়ির দিকে রওনা হলাম বাড়িতে এসে কাপড়-চোপড় ছেড়ে একটু সময় খাওয়া দাওয়া করে রেস্ট নিলাম। এরপর কিছু বাঁশ কেনার জন্য শুক্কুরতলা হাটে চলে গেলাম। সেখানে গিয়ে অনেকবার দেখলাম এরপর আমি 11 টি বাঁশ কিনেছি প্রায় ১৮০০ টাকায়। বাস কেনা শেষে খাজনা বলল যে প্রতি মাসে 10 টাকা করে খাওনা দিতে হবে। এরপর আমি খাজনা সে প্রায় ১১০ টাকা সেখানে ১০৫ টাকা দিলাম। এরপর গাড়ি ভাড়া দিলাম তাই ৩০০ টাকা। এরপর আসেন নামাজ মাগরিব নামাজ এশার নামাজ পড়ে বাসায় এসে গরুর খোঁজখবর নিলাম তারপর গরুর কয়েল লাগিয়ে দিলাম দেওয়ার পর পরিষ্কার করে খাবার দিয়ে খাওয়া দাওয়া করে শুয়ে পড়লাম। এরপর দোয়া দরুদ পড়ে শুয়ে পড়লাম আজকের মত এতটুকুই আল্লাহ হাফেজ।