You are viewing a single comment's thread from:
RE: Bata Showroom New market, Chattogram
আমি আজকে বাটা শোরুম জুরাইন হতে এক জোড়া জুতা ক্রয় করি। আমি বাটা এবং এপেক্স জুতা খুব পছন্দ করি কারন মিনিমাম এক বছর পায়ে দিতে পারি। আমি চিটাগং লেখাপড়া করেছি তাই নিউ মার্কেট শোরুমটি আমার পরিচিত। একদিন বাটা শোরুম হতে এক জোড়া জুতা ক্রয় করে নিউ মার্কেট মসজিদে নামাজ পড়তে যাই। নামাজ শেষে দেখি আমার নতুন জুতা চুর নিয়ে গেছে। তখন ছাত্র ছিলাম এবং পছন্দের জুতা হওয়ায় খুবই আফসোস করেছিলাম। ধন্যবাদ।
আমিও বাটা এবং এপেক্স এর জুতা পরতে স্বাচ্ছন্দ বোধ করি।গত মাসে আমার বাসার দরজার সামনে থেকে চোর আমার ফ্যামিলির সবার জুতা চুরি করে নিয়ে গেছে।রাতে নিয়ে গেছে আমরা সকালে বাইরে যাওয়ার সময় টের পাইছি।